logo
  • রোববার, ২৬ অক্টোবর ২০২৫, ১১ কার্তিক ১৪৩২

সালমান শাহ হত্যা মামলার আসামিদের দেশত্যাগে নিষেধাজ্ঞা

অনলাইন ডেস্ক
  ২৫ অক্টোবর ২০২৫, ১৭:৫১

চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর ২৯ বছর পর তাঁর সাবেক স্ত্রী সামিরা হকসহ ১১ জনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। আসামিদের দেশত্যাগ রোধে ইমিগ্রেশন কর্তৃপক্ষকে তথ্য পাঠিয়েছে পুলিশ।

শনিবার বিকেলে রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ফারুক সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, আদালতের নির্দেশে মামলাটি রুজু করা হয়েছে। এতে ১১ জনকে এজাহারভুক্ত এবং অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করা হয়েছে। মামলা হওয়ার পর থেকেই তদন্ত কার্যক্রম শুরু হয়েছে।

ওসি আরও বলেন, আসামিদের মধ্যে কয়েকজন বর্তমানে দেশের বাইরে থাকতে পারেন। দেশে থাকা আসামিদের শনাক্তে তথ্যপ্রযুক্তির সহায়তায় মোবাইল ট্র্যাকিংসহ বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে। পাশাপাশি আসামিরা যেন দেশত্যাগ করতে না পারেন, সে জন্য তাদের নামসহ বিস্তারিত তথ্য ইমিগ্রেশন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।

তিনি জানান, মামলার তদন্তে কোনো ধরনের চাপ নেই এবং খুব শিগগিরই আসামিদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

গত ২১ অক্টোবর রাতে রাজধানীর রমনা থানায় সালমান শাহর মামা আলমগীর কুমকুম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এজাহারে সালমান শাহর স্ত্রী সামিরা হক, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, লতিফা হক লুসি, চলচ্চিত্রের খলনায়ক ডনসহ মোট ১১ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা কয়েকজনকেও আসামি করা হয়েছে।

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ঢাকার ইস্কাটনের বাসায় ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় সালমান শাহর মরদেহ উদ্ধার করা হয়। সেই সময় থেকে ঘটনাটি আত্মহত্যা না হত্যাকাণ্ড—এ নিয়ে বিতর্ক চলতে থাকে।

পরে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তাদের প্রতিবেদনে সালমান শাহ আত্মহত্যা করেছেন বলে মত দেয়। তবে সালমান শাহর মা নীলা চৌধুরী শুরু থেকেই প্রতিবেদনটি মানেননি। তাঁর দাবি, সালমান শাহকে হত্যা করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আরও পড়ুন
সালমান শাহ'র মৃত্যু রহস্যের নতুন মোড়
সালমান শাহর মৃত্যুর ২৯ বছর পর হত্যা মামলা দায়েরের নির্দেশ
12