সাত কলেজের জন্য নতুন বিশ্ববিদ্যালয় নয়, ‘অধিভুক্তমূলক’ কাঠামো চান অবসরপ্রাপ্ত বিসিএস কর্মকর্তারা
ঢাকার সাত সরকারি কলেজের জন্য প্রস্তাবিত নতুন বিশ্ববিদ্যালয় গঠনের উদ্যোগের বিরোধিতা করেছেন বিসিএসের ২৫টি ক্যাডারের অবসরপ্রাপ্ত কর্মকর্তারা। তাঁদের সংগঠন ‘বৈষম্যবিরোধী অবসরপ্রাপ্ত ২৫ ক্যাডার সমন্বয় পরিষদ’ বলেছে, সাত কলেজের জন্য নতুন বিশ্ববিদ্যালয় নয়, বরং জাতীয় বিশ্ববিদ্যালয়ের মতো একটি অধিভুক্তমূলক বিশ্ববিদ্যালয় গঠনই সমস্যার সমাধান হতে পারে।
শনিবার (২৫ অক্টোবর) সকালে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা এই মতামত দেন। তাঁরা জানান, শিক্ষা খাতে অংশীজনদের মতামত না নিয়েই সাত কলেজের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, যা শিক্ষার্থীদের মধ্যে বিভাজন ও সংকট সৃষ্টি করেছে।
লিখিত বক্তব্য উপস্থাপন করেন সংগঠনের সমন্বয়ক আহমেদ আলী চৌধুরী ইকবাল। তিনি বলেন, “মূল অংশীজনদের এড়িয়ে গিয়ে অনুমাননির্ভর সিদ্ধান্ত নেওয়ার ফলে সমস্যা আরও জটিল হয়েছে। গণভোট নয়, বরং বিশেষজ্ঞদের পরামর্শ ও সংশ্লিষ্ট পক্ষের মতামত নিয়ে সিদ্ধান্ত নেওয়াই সঠিক পথ।”
ঢাকা কলেজের সাবেক অধ্যক্ষ ও বিসিএস সাধারণ শিক্ষা সমিতির সাবেক সভাপতি অধ্যাপক আই কে সেলিম উল্লাহ খোন্দকার বলেন, “আমরা চাই সাত কলেজের জন্য একটি অ্যাফিলিয়েটিং ইউনিভার্সিটি গঠন করা হোক। এসব কলেজে আর্থিক স্বাধীনতা ও সুযোগ-সুবিধা বৃদ্ধি করা গেলে শিক্ষার মান আরও উন্নত হবে।” তিনি মেধাবী শিক্ষকদের পদায়নের বিষয়েও গুরুত্বারোপ করেন।
সংবাদ সম্মেলনে সংগঠনটি আন্তঃক্যাডার বৈষম্য দূরীকরণে জনপ্রশাসন সংস্কার কমিশনের গুরুত্বপূর্ণ সুপারিশ বাস্তবায়নের দাবি জানায়। তাঁরা বলেন, প্রশাসন ক্যাডারের ৭৭৮ জন কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতি দেওয়া হলেও, বাকি ২৫ ক্যাডারের মাত্র ৭২ জনকে এই সুযোগ দেওয়া হয়েছে। এ অবস্থা দূর করে সবার জন্য সমান সুবিধা ও আর্থিক প্রাপ্যতা নিশ্চিত করার আহ্বান জানান তারা।
এছাড়া তারা জনপ্রশাসন সংস্কার কমিশনের কিছু প্রস্তাব—যেমন আলাদা সরকারি কর্মকমিশন গঠন এবং হিসাব বিভাগ থেকে নিরীক্ষা বিভাগ আলাদা করার উদ্যোগ—কে ‘অযৌক্তিক ও অপ্রয়োজনীয়’ বলে আখ্যা দেন। তাঁদের মতে, এ ধরনের পদক্ষেপ আর্থিক জবাবদিহি ও শৃঙ্খলা ব্যাহত করবে।
২০১৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয় রাজধানীর সাত সরকারি কলেজকে। কিন্তু পরবর্তীতে পরীক্ষার সময়সূচি, ফল প্রকাশসহ নানা অনিয়ম ও জটিলতায় শিক্ষার্থীরা আন্দোলনে নামেন। চলতি বছরের শুরুতে সরকার সিদ্ধান্ত নেয়, সাত কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আলাদা করে নতুন বিশ্ববিদ্যালয় গঠন করা হবে। তবে এখন সেই প্রস্তাব নিয়েই নতুন করে বিতর্ক দেখা দিয়েছে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি মোহাম্মদ কফিল উদ্দিন, বিসিএস ইনফরমেশন অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি স. ম. গোলাম কিবরিয়া, গণপূর্ত অধিদপ্তরের সাবেক অতিরিক্ত প্রধান প্রকৌশলী সৈয়দ মাহফুজ আহমেদ এবং প্রাণিসম্পদ অধিদপ্তরের সাবেক পরিচালক মো. মাহবুবুর রহমান।
মন্তব্য করুন


