খেলা শেষে পানিতে ডুবে তিন চাচাতো ভাইয়ের মৃত্যু
কিশোরগঞ্জের অষ্টগ্রামে এক মর্মান্তিক ঘটনায় একই পরিবারের তিন শিশু পানিতে ডুবে মারা গেছে। শুক্রবার সন্ধ্যায় দেওঘর ইউনিয়নের আলীনগর পশ্চিমপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তিনজন পরস্পরের চাচাতো ভাই।
নিহতরা হলেন—মাসুক মিয়ার ছেলে মাহিন মিয়া (৬), আবদুস সাত্তারের ছেলে নাজমুল হাসান (৫) ও আবুল কালামের ছেলে মিশকাত মিয়া (৪)।
ফায়ার সার্ভিস ও পরিবার জানায়, বিকেলে তিন শিশু খালপাড়ে খেলছিল। মাগরিবের আজান হওয়ার পর তারা বাড়ির পথে ফিরছিল। ধারণা করা হচ্ছে, প্রথমে একজন শিশুর পা পিছলে পানিতে পড়ে যায়। তাকে বাঁচাতে গিয়ে অপর দুজনও পানিতে নামে। তিনজনই পানিতে ডুবে যায়।
স্থানীয় লোকজন মাহিন ও মিশকাতকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কিন্তু চিকিৎসকরা জানান, তারা হাসপাতালে পৌঁছানোর আগেই মারা গেছে। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল নাজমুলের মরদেহ উদ্ধার করে।
অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আমিনুল হক বলেন, ‘তিনজনের কাউকেই জীবিত অবস্থায় পাওয়া যায়নি।’
অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন জানান, হাওর এলাকায় এমন দুর্ঘটনা প্রায়ই ঘটে। অসচেতনতার কারণে এই মৃত্যুগুলো হচ্ছে। শিশুদের নিরাপত্তায় অভিভাবকদের আরও সতর্ক হওয়া প্রয়োজন।
মন্তব্য করুন


