আইনি ভিত্তি নিশ্চিত না হলে জুলাই সনদে সাক্ষর নয়: আখতার হোসেন
 
		
		
		
		
		জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জানিয়েছে, জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত না হলে তারা এতে সাক্ষর করবে না। শনিবার (২৫ অক্টোবর) জাতীয় সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক শেষে এ কথা জানান এনসিপির সদস্য সচিব আখতার হোসেন।
বৈঠকে এনসিপির পাঁচ সদস্যের প্রতিনিধি দল অংশ নেয়। কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজসহ অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে আখতার হোসেন বলেন, “জুলাই সনদ বাস্তবায়নের আদেশের খসড়া জাতির সামনে আনতে হবে। সেটি পর্যালোচনা করেই আমরা সিদ্ধান্ত নেবো। আইনি প্রক্রিয়া পরিষ্কার না করে যে ১৭ অক্টোবর সনদে সাক্ষর নেওয়া হয়েছে, সেটি কেবল আনুষ্ঠানিকতা ছিল।”
তিনি আরও বলেন, “জুলাই সনদ বাস্তবায়নের আগে আইনি ভিত্তি নিশ্চিত করা জরুরি। কমিশন এখনো সেই খসড়া দেখানোর কোনো আশ্বাস দেয়নি। তাই আইনি নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।”
এর আগে, ১৭ অক্টোবর নির্দিষ্ট বাস্তবায়ন কাঠামো না থাকায় এনসিপি জুলাই সনদে সাক্ষর করেনি।
মন্তব্য করুন







