logo
  • শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, ১০ কার্তিক ১৪৩২

শ্রীলঙ্কাকে হারিয়ে বাংলাদেশের টানা তৃতীয় জয়

অনলাইন ডেস্ক
  ২৪ অক্টোবর ২০২৫, ২২:১৪

সেন্ট্রাল এশিয়া ভলিবল অ্যাসোসিয়েশন (কাভা কাপ) টুর্নামেন্টে দুর্দান্ত ফর্ম ধরে রেখেছে স্বাগতিক বাংলাদেশ পুরুষ ভলিবল দল। শুক্রবার (২৪ অক্টোবর) মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত রোমাঞ্চকর ম্যাচে শ্রীলঙ্কাকে ৩-২ সেটে পরাজিত করে টানা তৃতীয় জয় তুলে নিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।

ম্যাচের শুরু থেকেই দুই দলের মধ্যে ছিল তীব্র প্রতিদ্বন্দ্বিতা। প্রথম সেটে ২৫–২০ পয়েন্টে জয় পায় বাংলাদেশ, আর দ্বিতীয় সেটেও ২৫–২১ পয়েন্টে জিতে নেয় স্বাগতিকরা।

তবে তৃতীয় সেটে ঘুরে দাঁড়ায় শ্রীলঙ্কা। দারুণ খেলে তারা ২৫–১৫ পয়েন্টে জয়লাভ করে, ফলে ম্যাচে ফিরে আসে উত্তেজনা। এরপর চতুর্থ সেটেও দুই দল পাল্লা দিয়ে লড়াই করে। শেষ মুহূর্তে শ্রীলঙ্কা এগিয়ে গিয়ে ২৫–২২ পয়েন্টে সেটটি জিতে নেয়।

ম্যাচ তখন সমতায় (২-২)। ফলে গড়ায় পঞ্চম ও নির্ধারণী সেটে। এই সেটেও লড়াই হয় পয়েন্ট টু পয়েন্ট। একপর্যায়ে দুই দলের স্কোর দাঁড়ায় ১১–১১। স্নায়ুর লড়াইয়ে দারুণ প্রত্যাবর্তন করে বাংলাদেশ—টানা চার পয়েন্ট তুলে নিয়ে ১৫–১১ পয়েন্টে ম্যাচ জিতে নেয়।

জয়ের পর পুরো দল উদযাপনে মেতে ওঠে। দুর্দান্ত পারফরম্যান্সের জন্য বাংলাদেশের নাঈম ম্যাচসেরার পুরস্কার পান।

এর আগে টুর্নামেন্টে বাংলাদেশ প্রথম ম্যাচে মালদ্বীপকে ৩–০ সেটে এবং দ্বিতীয় ম্যাচে নেপালকে ৩–২ সেটে হারায়।

শ্রীলঙ্কার বিপক্ষে এ জয়ের ফলে কাভা কাপে বাংলাদেশের অবস্থান এখন আরও মজবুত ও আত্মবিশ্বাসী, জানায় আয়োজক কমিটি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
12