logo
  • রোববার, ২৬ অক্টোবর ২০২৫, ১১ কার্তিক ১৪৩২

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক হলেন প্রেস সচিবের ভাই ড. আবু নছর

অনলাইন ডেস্ক
  ২৫ অক্টোবর ২০২৫, ২২:০৮
জাগতিক

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) নতুন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের ছোট ভাই ড. আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহ। তিনি বর্তমানে স্থানীয় সরকার বিভাগের পরিকল্পনা অধিশাখা–১ এর যুগ্ম সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। নতুন দায়িত্ব হিসেবে তিনি নাসিকের প্রশাসকের পদটি অতিরিক্তভাবে পালন করবেন।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় (এলজিআরডি) থেকে গত ১ সেপ্টেম্বর জারি করা এক অফিস আদেশে তার নিয়োগ দেওয়া হয়। সেপ্টেম্বরের শুরুতে তিনি দায়িত্ব গ্রহণ করেন। এর আগে এ এইচ এম কামরুজ্জামান এই পদে ছিলেন, যিনি সম্প্রতি পদোন্নতি পেয়ে খাদ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে যোগ দিয়েছেন।

ড. আব্দুল্লাহর এই নিয়োগকে ঘিরে বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছে। তবে প্রেস সচিব শফিকুল আলম দাবি করেছেন, এই নিয়োগে তার কোনো প্রভাব নেই। তিনি বলেন, “নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে আমার ভাইকে নিয়োগ দেওয়ার জন্য অন্তর্বর্তী সরকারের কাছে কোনো ধরনের লবিং করিনি। আমি এলজিআরডি উপদেষ্টা, সচিব বা সরকারের অন্য কোনো কর্মকর্তাকেও ফোন করিনি।”

তিনি আরও বলেন, “আমার ভাই সরকারের একজন যুগ্ম সচিব এবং বর্তমানে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে কর্মরত। তার মূল দায়িত্বের পাশাপাশি তাকে অস্থায়ীভাবে প্রশাসকের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। এই বিষয়ে আমি সরকারের ওপর কোনো প্রভাব খাটিয়েছি—এমন প্রশ্নই আসে না।”

নিজের ভাইয়ের যোগ্যতার কথা উল্লেখ করে শফিকুল আলম বলেন, “তিনি জার্মানি থেকে মাস্টার্স, অস্ট্রেলিয়া থেকে পিএইচডি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফার্স্ট ক্লাস ফার্স্ট ডিগ্রি অর্জন করেছেন। তিনি একজন দক্ষ ও যোগ্য কর্মকর্তা। তার জন্য আমাকে তদবির করতে হয় না। আমি স্বজনপ্রীতিতে বিশ্বাস করি না।”

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন বাংলা ট্রিবিউনকে জানান, “ড. আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহ ৩১ আগস্ট প্রশাসক হিসেবে যোগদান করেছেন। তবে তিনি প্রেস সচিবের ভাই কি না, তা আগে জানতাম না। পরে বিভিন্ন সূত্র থেকে বিষয়টি জানতে পেরেছি।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আরও পড়ুন
জুলাই সনদের বাস্তবায়নে ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বসেছে এনসিপি
নাম বদলে ‘বাগছাস’ এখন ‘জাতীয় ছাত্রশক্তি’
আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ নেই: প্রেস সচিব
আওয়ামী লীগ ও জাতীয় পার্টি ছাড়া নির্বাচন হবে না
12