logo
  • রোববার, ২৬ অক্টোবর ২০২৫, ১১ কার্তিক ১৪৩২

জেন-জি মুরগি না, আবাবিল পাখির মতো: তাজুল ইসলাম

অনলাইন ডেস্ক
  ২৫ অক্টোবর ২০২৫, ১৭:৫৮

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, জেন-জি প্রজন্ম ফার্মের মুরগি নয়, তারা আবাবিল পাখির মতো। তাঁর ভাষায়, এই প্রজন্ম শুধু স্বৈরাচারের পতন ঘটায়নি, বরং সেই প্রভাব দিল্লি পর্যন্ত পৌঁছে দিয়েছে।

শনিবার (২৫ অক্টোবর) রাজধানীর শিল্পকলা একাডেমিতে দৈনিক নয়া দিগন্ত পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ২১ বছর পূর্ণ করে ২২ বছরে পা রেখেছে পত্রিকাটি।

তাজুল ইসলাম বলেন, সংবাদপত্র ন্যারেটিভ তৈরির একটি বড় শক্তি। তাঁর মতে, শেখ হাসিনার তৈরি ন্যারেটিভ দেশকে খাদের দিকে নিয়ে গেছে, আর জেন-জি প্রজন্ম সেই ভ্রান্ত ধারণা ভেঙে দিয়েছে। তিনি বলেন, ‘এক শ বছরে এমন পরিবর্তন বিরল।’

সাংবাদিকতার অতীত প্রসঙ্গে তিনি বলেন, ‘আগে সাংবাদিকতা ছিল তোষামোদির শিল্প। প্রশ্ন করার পরিবর্তে তেল দেওয়া হতো। হাসিনাকে জিজ্ঞেস করা হতো, কেন আপনি নোবেল প্রাইজ পাচ্ছেন না? যে কথাগুলো আমরা লুকিয়ে বলতাম, তা জেন-জি প্রজন্ম খোলাখুলি বলে ফেলেছে।’

জুলাই বিপ্লবে জেন-জিদের ভূমিকা নিয়েও তিনি প্রশংসা করেন। বলেন, ‘তাদের নেটওয়ার্কিং ছিল কল্পনার বাইরে। আমরা ভাবতাম তারা ফার্মের মুরগি, কিন্তু তারা আবাবিল পাখির মতো, যারা স্বৈরাচারের পতন ঘটিয়েছে।’

চিফ প্রসিকিউটর আরও বলেন, নয়া দিগন্তকে নতুন প্রজন্মের আকাঙ্ক্ষা বোঝার আহ্বান জানিয়ে বলেন, ‘যদি অভিযোজন না হয়, তাহলে এর অবস্থাও ইত্তেফাকের মতো হবে।’ তিনি গণমাধ্যমকে গুম, নির্যাতন ও শহীদদের গল্প তুলে ধরার আহ্বান জানান, যাতে ভবিষ্যতের বাংলাদেশে সবাই সমানভাবে বাঁচতে পারে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আরও পড়ুন
হাসিনার ১৪০০ বার ফাঁসি হওয়া উচিত: চিফ প্রসিকিউটর
বিগত সরকার আমলে বিচারকরা স্বেচ্ছাচারিতার আশ্রয় নিয়েছেন: তাজুল ইসলাম 
স্ত্রীসহ সাবেক মন্ত্রী তাজুল ইসলামের আয়কর নথি জব্দের আদেশ
12