logo
  • রোববার, ২৬ অক্টোবর ২০২৫, ১১ কার্তিক ১৪৩২

বিএনপি ক্ষমতায় এলে শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ থাকবে: তারেক রহমান

অনলাইন ডেস্ক
  ২৫ অক্টোবর ২০২৫, ২০:২০

বিএনপি ক্ষমতায় এলে শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, “রাষ্ট্রের সুরক্ষায় উপযুক্ত শিক্ষাব্যবস্থা অপরিহার্য। প্রতিটি মানুষের মধ্যে সুপ্ত প্রতিভা আছে—সেই প্রতিভা বিকশিত করার সুযোগ দিতে হবে।”

শনিবার (২৫ অক্টোবর) বিকেলে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় খন্দকার শামসুল আলম ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত মেধাবৃত্তি প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন। প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয় বিএনপির “রাষ্ট্র মেরামতের ৩১ দফা প্রস্তাবনা”র আলোকে স্কুল ও মাদরাসার শিক্ষার্থীদের অংশগ্রহণে।

তারেক রহমান বলেন, “ক্ষমতায় গেলে বিএনপি শিক্ষা খাতেই সর্বোচ্চ বাজেট বরাদ্দ দেবে। আধুনিক জ্ঞান, বিজ্ঞান ও উদ্ভাবনী প্রযুক্তির যুগে দক্ষ মানবসম্পদ গড়ে তোলাই হবে আমাদের মূল লক্ষ্য।”

তিনি আরও বলেন, “প্রতিটি মানুষের মধ্যে আলাদা প্রতিভা রয়েছে। শিক্ষাব্যবস্থার মাধ্যমে সেই প্রতিভা বের করে আনতে হবে এবং সঠিক দিকনির্দেশনা দিতে হবে। দক্ষ ও নৈতিক নাগরিক তৈরি করলেই রাষ্ট্র সুরক্ষিত থাকবে।”

ঘোষিত ৩১ দফা পরিকল্পনার অংশ হিসেবে সময়োপযোগী শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে বিএনপি ইতিমধ্যে একটি বিশেষজ্ঞ টিম গঠন করেছে বলেও জানান তারেক রহমান। তিনি বলেন, “আমাদের বিশেষজ্ঞ টিম শিক্ষাব্যবস্থার সংস্কারে কাজ করছে। তারা ইতিমধ্যেই উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে।”

তারেক রহমানের মতে, উন্নত ও আধুনিক শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে পারলেই বাংলাদেশকে একটি সমৃদ্ধ, দক্ষ ও সুশিক্ষিত জাতিতে রূপান্তর করা সম্ভব হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আরও পড়ুন
সরকার গঠনের সুযোগ পেলে প্রাথমিকে ধর্মীয় শিক্ষক নিয়োগ দেবে বিএনপি: সালাহউদ্দিন আহমদ
নভেম্বরের মধ্যেই দেশে ফিরবেন তারেক রহমান, আশাবাদী সালাহউদ্দিন আহমদ
বগুড়ায় বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দিলেন অর্ধশতাধিক নেতাকর্মী
১৫ বছরের কর্মকর্তারা ১৫ মাসে পরিবর্তন হবেন না : মঈন খান
12