এক ইনিংসে দুই বোলারের হ্যাটট্রিক, রঞ্জি ট্রফিতে নতুন ইতিহাস
 
		
		
		
		
		রঞ্জি ট্রফিতে ঘটেছে বিরল এক ঘটনা। আসামের বিপক্ষে এক ইনিংসেই দুই বোলার হ্যাটট্রিক করেছেন সার্ভিসেস দলের হয়ে। দিনের প্রথম ইনিংসে মাত্র ১০৩ রানে গুটিয়ে গেছে আসাম।
প্রথম হ্যাটট্রিকটি করেছেন সার্ভিসেসের স্পিনার অর্জুন শর্মা। মধ্যাহ্নবিরতির পর দ্বিতীয় হ্যাটট্রিকটি আসে বাঁহাতি পেসার মোহিত জাঙ্গরার হাতে। রঞ্জি ট্রফিতে এক ইনিংসে দুজন বোলারের হ্যাটট্রিকের এটি প্রথম ঘটনা।
এর আগে ১৯৬৩ সালে সার্ভিসেসেরই পেসার জোগিন্দার রাও এক ইনিংসে একাই দুটি হ্যাটট্রিক করেছিলেন। তবে দুই বোলারের হ্যাটট্রিকের নজির এবারই প্রথম।
প্রথম শ্রেণির ক্রিকেটে এক ইনিংসে দুই হ্যাটট্রিকের ঘটনা এর আগে মাত্র চারবার ঘটেছে। প্রথমবার ১৯০৭ সালে ইংল্যান্ডের আলবার্ট ট্রট এই কীর্তি গড়েছিলেন মিডলসেক্সের হয়ে সমারসেটের বিপক্ষে। এরপর ভারতের জোগিন্দার রাও, দক্ষিণ আফ্রিকার ক্লাইভ রাইস ও গার্থ লেরু, এবং ইংল্যান্ডের ডিন হেডলি ও মার্টিন ম্যাকক্যাগ এই তালিকায় নাম লেখান। সর্বশেষ যুক্ত হলেন সার্ভিসেসের অর্জুন ও মোহিত।
২৪ বছর পর আসামের টিনসুকিয়া জেলা ক্রীড়া সংস্থা মাঠে ফিরেছে রঞ্জি ট্রফি। তবে ঘরের মাঠে ব্যাট হাতে ব্যর্থ আসাম। শুরুতেই ৪৫ রানে ৫ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে দল। ধসের শুরুটা করেন অর্জুন শর্মা—তিনি টানা তিন বলে ফেরান রায়ান পরাগ, সুমিত ঘাড়িগাঁওকর ও শিবশঙ্কর রায়কে।
এরপর বল হাতে ঝলক দেখান মোহিত জাঙ্গরা। ১৫তম ওভারের শেষ বলে ওপেনার প্রদ্যুন সাইকিয়াকে বোল্ড করার পর পরের ওভারের প্রথম দুই বলে ফেরান মুখতার হোসেন ও ভার্গব লাখারকে। এটি তাঁর প্রথম শ্রেণির ক্রিকেটে প্রথম হ্যাটট্রিক।
এক ইনিংসে দুই হ্যাটট্রিক—ক্রিকেট ইতিহাসে বিরল এক কীর্তি গড়ে দিনটি রাঙিয়ে রাখল সার্ভিসেস দল।
মন্তব্য করুন



