ওড়িশায় দুই চাঞ্চল্যকর ঘটনা: গডম্যান গ্রেফতার, ধর্ষণচেষ্টাকারীকে হত্যা

ওড়িশায় একই দিনে দুটি নৃশংস ঘটনা প্রকাশ্যে এসেছে। কটক জেলায় এক ভণ্ড গডম্যানকে সাত বছরের এক শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার করা হয়েছে, আর ঢেংকানাল জেলায় এক বাবা তার ১০ বছর বয়সী মেয়ের ওপর ধর্ষণচেষ্টা চালানো এক যুবককে পাথর দিয়ে হত্যা করেছেন।
পুলিশ জানিয়েছে, প্রথম ঘটনাটি ঘটেছে কটকের কেঁদুপতনা এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার বিকেলে সাত বছরের এক কন্যা শিশুটি বাড়ির পাশের দোকানে কিছু কিনতে গিয়েছিল। সেই সময় ৫০ বছর বয়সী এক তথাকথিত গডম্যান তাকে প্রলোভন দেখিয়ে কাছের একটি মঠে নিয়ে যায় এবং সেখানে যৌন নির্যাতন করে।
পরিবারের অভিযোগের ভিত্তিতে নন্দনকানন থানায় পকসো (POCSO) আইনের আওতায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করেছে।
পুলিশ জানিয়েছে, গত এক সপ্তাহের মধ্যে এটি দ্বিতীয়বারের মতো ওড়িশায় কোন গডম্যানের বিরুদ্ধে যৌন অপরাধের অভিযোগে গ্রেফতারের ঘটনা। এর আগে, ১১ অক্টোবর, ৭৮ বছর বয়সী এক গডম্যান ও তার ৫৬ বছর বয়সী সহযোগী মিলে, ১৬ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হয়েছিল।
অন্যদিকে, দ্বিতীয় ঘটনাটি ঘটেছে ঢেংকানাল জেলার পারজং থানা এলাকায়। পুলিশ জানিয়েছে, রবিবার সকালে এক ব্যক্তি তার মেয়েকে নিয়ে গ্রামের পাশের খালে গোসল করতে গিয়েছিলেন। গোসল শেষে মেয়েটি কিছুটা দূরে গিয়ে প্রাকৃতিক কাজে বসে। ঠিক সেই সময় ২৭ বছর বয়সী এক যুবক তাকে আক্রমণ করে এবং ধর্ষণের চেষ্টা চালায়।
মেয়েটির চিৎকার শুনে তার বাবা দৌড়ে গিয়ে হামলাকারীকে পাথর দিয়ে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই ওই যুবকের মৃত্যু হয়। ঘটনার পর ওই ব্যক্তি নিজে থানায় গিয়ে আত্মসমর্পণ করেন।
দুই ঘটনাই রাজ্যজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। পুলিশ জানিয়েছে, উভয় ক্ষেত্রেই আইন অনুযায়ী তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন