আইসিসির শর্ত পূরণে স্থগিত লঙ্কান প্রিমিয়ার লিগ

আগামী ২৭ নভেম্বর শুরু হওয়ার কথা ছিল লঙ্কান প্রিমিয়ার লিগ (এলপিএল)। কিন্তু আইসিসির শর্ত পূরণ ও বিশ্বকাপ প্রস্তুতির কারণে চলতি বছরের আসরটি স্থগিত করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড।
আগামী ফেব্রুয়ারিতে ভারত ও শ্রীলঙ্কা যৌথভাবে আয়োজন করবে টি-২০ বিশ্বকাপ। সেই আসরকে সফল করতে ভেন্যুগুলোর মানোন্নয়ন ও সুযোগ-সুবিধা বাড়ানোর নির্দেশ দিয়েছে আইসিসি। সে নির্দেশনা মেনে লঙ্কান বোর্ড এখন বিশ্বকাপ আয়োজনে মনোযোগ দিচ্ছে।
বোর্ড জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে সব ভেন্যুর সংস্কার ও আধুনিকায়নের কাজ সম্পন্ন করতে হবে। এজন্যই লঙ্কান প্রিমিয়ার লিগ স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন তারা স্টেডিয়ামগুলোর অবকাঠামো উন্নয়ন, সম্প্রচার সুবিধা বৃদ্ধি, মিডিয়া সেন্টারের আসনসংখ্যা বাড়ানোসহ নানা কাজ এগিয়ে নিচ্ছে।
শ্রীলঙ্কা ইতোমধ্যেই তিনটি গুরুত্বপূর্ণ ভেন্যুর উন্নয়নকাজ শুরু করেছে। এর মধ্যে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামের সংস্কার সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে, কারণ সেখানে বর্তমানে চলছে নারীদের ওয়ানডে বিশ্বকাপ। টুর্নামেন্ট শেষে আবার কাজ শুরু হবে।
লঙ্কান ক্রিকেট বোর্ড জানিয়েছে, লিগটি পরবর্তীতে সুবিধাজনক সময়ে আয়োজন করা হবে। তাদের লক্ষ্য—টি-২০ বিশ্বকাপের সব ভেন্যুকে আন্তর্জাতিক মানদণ্ডে পৌঁছে দেওয়া।
মন্তব্য করুন