মেয়েকে প্রকাশ্যে আনলেন দীপিকা-রণবীর

বলিউডের তারকা দম্পতি রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন অবশেষে তাঁদের কন্যা দুয়াকে প্রকাশ্যে আনলেন। গত বছর সেপ্টেম্বরে বাবা-মা হয়েছিলেন এই জনপ্রিয় জুটি। তবে এতদিন মেয়েকে আড়ালেই রেখেছিলেন তাঁরা।
দীপাবলির দিনে সেই অপেক্ষার অবসান ঘটালেন দীপিকা ও রণবীর। সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পারিবারিক ছবি শেয়ার করেন তাঁরা। সেখানে দীপিকার কোলে ছোট্ট দুয়াকে দেখা যায়। মা-মেয়ে দুজনের পরনে ছিল মিলিয়ে লাল রঙের জমকালো চুড়িদার আর সোনার গয়না। দুয়ার মাথায় দুই পাশে বাঁধা ঝুঁটি যেন আরও বাড়িয়ে দিয়েছে মিষ্টত্ব।
রণবীর সিংও ছিলেন ছবিতে, পরনে সাদা ও ঘিয়ে রঙের শেরওয়ানি। এক ফ্রেমে দীপিকা, রণবীর ও দুয়াকে দেখে খুশিতে ভাসছেন ভক্তরা। মাত্র এক ঘণ্টায় পোস্টটিতে ২০ লাখের বেশি প্রতিক্রিয়া পড়েছে ইনস্টাগ্রামে।
একটি ছবিতে দেখা যায়, দীপিকার কোলে বসে মা-মেয়ে দুজনেই জোড়হাতে প্রার্থনা করছেন। ক্যাপশনে দম্পতি লিখেছেন, ‘দীপাবলির শুভেচ্ছা’।
রণবীর ও দীপিকা ২০১৮ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাঁদের কন্যা দুয়া জন্ম নেয় গত বছর ৮ সেপ্টেম্বর। এবারের দীপাবলিতেই প্রথমবারের মতো জনসমক্ষে এলেন ছোট্ট দুয়া।
মন্তব্য করুন