logo
  • বুধবার, ২২ অক্টোবর ২০২৫, ৭ কার্তিক ১৪৩২

সাত বছরের প্রেমে ইতি? ববি–সাকিব এখন আলাদা পথে

অনলাইন ডেস্ক
  ২২ অক্টোবর ২০২৫, ১৮:৪০

চিত্রনায়িকা ইয়ামিন হক ববি ও প্রযোজক–পরিচালক সাকিব সনেটের প্রেম নিয়ে নতুন করে গুঞ্জন উঠেছে। শোবিজ অঙ্গনে এখন প্রশ্ন—সাত বছরের সম্পর্ক কি তবে ভেঙে গেল?

‘নোলক’ সিনেমার প্রিপ্রোডাকশনের সময় ববি ও সনেটের প্রেমের শুরু। ছবিটি মুক্তি পায় ২০১৯ সালে। তখন দুজনই প্রেমে মগ্ন ছিলেন। প্রথমে সম্পর্ক গোপন রাখলেও পরে নিজেরাই তা স্বীকার করেন। একসঙ্গে বিভিন্ন অনুষ্ঠান, পারিবারিক আয়োজনে হাজির হয়ে ছিলেন আলোচনায়।

তবে গত এক বছরে দুজনকে একসঙ্গে দেখা যাচ্ছে না। ঘনিষ্ঠজনরাও চুপচাপ। অনেকেই বলছেন, সম্পর্কের ইতি টেনেছেন ববি ও সনেট।

বছর তিনেক আগে ববির জন্মদিনে সনেট লিখেছিলেন হৃদয়ছোঁয়া স্ট্যাটাস—“তোমার ভালোবাসা পৃথিবীর সবচেয়ে দামি উপহার।” তখন অনেক ভক্ত ভেবেছিলেন, তাঁদের বিয়ে হয়ে গেছে। ববি অবশ্য তখন হাসতে হাসতে বলেছিলেন, “আমাদের এখনো বিয়ে হয়নি, প্রেমের সম্পর্কে আছি।”

সনেটও এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, ‘নোলক’-এর কাজ করতে গিয়েই তাঁদের সম্পর্কের শুরু। ববির সততা ও পারিবারিক মূল্যবোধ তাঁকে মুগ্ধ করেছিল।

২০২৩ সালে বিয়ে করার পরিকল্পনা ছিল তাঁদের। কিন্তু সেই বিয়ে আর হয়নি। এখন দুজনেই ব্যস্ত নিজেদের কাজে। ববি শুটিং করছেন বদিউল আলম পরিচালিত নতুন ছবি ‘তছনছ’-এ। অন্যদিকে সাকিব সনেট ইভেন্ট আয়োজন নিয়ে ব্যস্ত। শোনা যাচ্ছে, পারিবারিকভাবে তাঁর বিয়ের প্রস্তুতিও চলছে।

সব মিলিয়ে শোবিজে এখন গুঞ্জন—ববি ও সনেটের সাত বছরের সম্পর্কের শেষ অধ্যায় নাকি শুরু হয়ে গেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
12