বিএনপির যুগ্ম মহাসচিব হলেন হুমায়ুন কবির

বিএনপির নতুন যুগ্ম মহাসচিব (আন্তর্জাতিক বিষয়ক) হিসেবে দায়িত্ব পেয়েছেন হুমায়ুন কবির। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করে আসা হুমায়ুন কবিরকে এই পদে পদায়ন করা হয়েছে।
বুধবার (২২ অক্টোবর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, “হুমায়ুন কবিরকে বিএনপির যুগ্ম মহাসচিব (আন্তর্জাতিক বিষয়ক) হিসেবে পদায়ন করা হলো। বিষয়টি সংশ্লিষ্ট সবার জ্ঞাতার্থে অবগত করা হচ্ছে।”
হুমায়ুন কবির দীর্ঘদিন ধরে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। দলীয় সূত্র জানায়, আন্তর্জাতিক অঙ্গনে কূটনৈতিক যোগাযোগ ও সম্পর্ক রক্ষায় তাঁর দীর্ঘ অভিজ্ঞতাকে বিবেচনায় নিয়েই এই পদে আনা হয়েছে তাঁকে।
এর আগে ৫ অক্টোবর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছিলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিলেট থেকে নির্বাচন করবেন হুমায়ুন কবির। গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে জাতিসংঘের ঢাকার আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইসের সঙ্গে বৈঠকে তিনি এ তথ্য দেন।
বৈঠকের সময় মির্জা ফখরুল বলেন, “এখন থেকে হুমায়ুন কবির দেশেই থাকবেন এবং নির্বাচন করবেন।” উত্তরে জাতিসংঘের প্রতিনিধি জানান, তিনি বিষয়টি অবগত আছেন এবং “সিলেট থেকেই পরবর্তী পররাষ্ট্রমন্ত্রী আসছেন” বলেও মন্তব্য করেন।
ভিডিওচিত্রে দেখা যায়, বৈঠকের শুরুতে দুই পক্ষের পরিচয়পর্বে এসব আলোচনা হয়। দলের নতুন পদে নিয়োগের মাধ্যমে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কার্যক্রম আরও জোরদার হবে বলে মনে করছেন দলীয় নেতারা।
মন্তব্য করুন