logo
  • বুধবার, ২২ অক্টোবর ২০২৫, ৭ কার্তিক ১৪৩২

প্লাস্টিক সার্জারি নিয়ে মুখ খুললেন জয়া আহসান

অনলাইন ডেস্ক
  ২২ অক্টোবর ২০২৫, ১৮:৪৭
ছবি: ইন্টারনেট

বলিউড থেকে হলিউড—তারকাদের মধ্যে প্লাস্টিক সার্জারি নিয়ে আলোচনা নতুন নয়। এবার সেই আলোচনায় যোগ দিলেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। মাছরাঙা টেলিভিশনের শো ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’-তে খোলামেলা কথা বললেন তিনি।

শোতে জয়া আহসান বলেন, ‘মানুষ বলে, আমার পুরো শরীর নাকি প্লাস্টিক সার্জারি করা। আমি নাকি হেড টু টো সার্জারি করিয়েছি! অনেকে বলে, আমি বোটক্স ব্যবহার করি। মানুষ ভাবে, আমি এসব দেখি না। কিন্তু মাঝে মাঝে আমি দেখি। কমেন্টগুলো দেখলে দেশের পুরুষদের মানসিক অবস্থাটা বোঝা যায়।’

তবে প্লাস্টিক সার্জারি করেছেন নাকি করেননি—সে বিষয়ে সরাসরি কিছু জানাননি জয়া আহসান। বরং, হাস্যরসের ভঙ্গিতে বলেন, ‘এটা খুব দরকার ছিল, ভালো হয়েছে তো! পচানি খাইছি না। সবকিছুতেই কি সাকসেস হব? ভুল করেছি, সেটা বলব না। আমার জীবনে কোনো কিছু ভুল না। সেটাই আজকের জয়া বানিয়েছে।’

শুধু সার্জারি নয়, ট্রল নিয়েও মন্তব্য করেছেন এই অভিনেত্রী। ২০১৬ সালের ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী ২’-এর “মারোওও” সংলাপের পর থেকেই নেটিজেনদের ট্রলের মুখে পড়েছিলেন তিনি। পরে ‘উৎসব’ সিনেমাতেও সেই সংলাপ নিয়ে মজা করেছেন অনেকে।

এ বছর জয়া আহসানের জন্য বেশ সফল একটি বছর। বাংলাদেশ ও ভারতের প্রযোজনায় তাঁর একাধিক সিনেমা মুক্তি পেয়েছে—‘তাণ্ডব’, ‘উৎসব’, ‘ডিয়ার মা’ ও ‘পুতুল নাচের ইতিকথা’। সেপ্টেম্বরে মুক্তি পায় ‘ফেরেশতে’। এছাড়া ওটিটিতে দেখা গেছে তাঁকে ‘জয়া আর শারমিন’ ও ‘নকশীকাঁথার জমিন’-এ।

সম্প্রতি তৃতীয়বারের মতো জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)-এর শুভেচ্ছাদূত হয়েছেন জয়া আহসান। তাঁর মতে, সমালোচনা ও আলোচনার মাঝেই এগিয়ে চলাই তাঁর সাফল্যের চাবিকাঠি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
12