মানবতাবিরোধী অপরাধে ১৫ সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ

জাগতিক
মানবতাবিরোধী অপরাধের তিন মামলায় ১৫ জন সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
বুধবার (২২ অক্টোবর) বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
ট্রাইব্যুনালের এই নির্দেশের মাধ্যমে মামলাগুলোর বিচার প্রক্রিয়া নতুন পর্যায়ে প্রবেশ করল বলে জানা গেছে। আদালত সূত্রে জানা গেছে, অভিযুক্তদের বিরুদ্ধে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ চলাকালে সংঘটিত হত্যাকাণ্ড, নির্যাতন ও লুটপাটের অভিযোগ রয়েছে।
আদেশ অনুযায়ী, আসামিদের কারাগারে পাঠানোর পর পরবর্তী কার্যক্রম নির্ধারণ করবে ট্রাইব্যুনাল।
মন্তব্য করুন
আরও পড়ুন