logo
  • বুধবার, ২২ অক্টোবর ২০২৫, ৭ কার্তিক ১৪৩২

ইনিংস ব্যবধানে আফগানিস্তানকে হারালো জিম্বাবুয়ে

অনলাইন ডেস্ক
  ২২ অক্টোবর ২০২৫, ১৯:০২

হারারে টেস্টে আফগানিস্তানকে ইনিংস ও ৭৩ রানে হারিয়ে সিরিজ জিতেছে স্বাগতিক জিম্বাবুয়ে। তিন দিনেই শেষ হয়ে যায় ম্যাচটি। ক্রেগ আরভিনের নেতৃত্বে জিম্বাবুয়ে সিরিজ জেতে ১–০ ব্যবধানে।

প্রথমে টস জিতে বোলিং নেয় জিম্বাবুয়ে। আফগানিস্তান তাদের প্রথম ইনিংসে মাত্র ১২৭ রানে অলআউট হয়। জিম্বাবুয়ের বোলার ব্রাড ইভান্স ৫ উইকেট আর ব্লেসিং মুজুরাবানি নেন ৩ উইকেট।

জবাবে ব্যাট হাতে দারুণ ইনিংস খেলেন বেন কারেন। ২৫৬ বল খেলে ১২১ রান করেন তিনি, যা তাঁর ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি। ১৫টি চার মারেন এই তরুণ ব্যাটার। সিকান্দার রাজা করেন ৬৫ রান, আর নিক ওয়েলস আউট হন ৪৯ রানে। ব্রাড ইভান্সও অবদান রাখেন ৩৫ রানের অপরাজিত ইনিংসে। জিম্বাবুয়ের দল প্রথম ইনিংসে তোলে ৩৫৯ রান।

আফগানিস্তান দ্বিতীয় ইনিংসেও ব্যর্থ। পুরো দল গুটিয়ে যায় ১৫৯ রানে। ওপেনার ইব্রাহিম জাদরান ৪২ ও বাহির শাহ করেন ৩২ রান। জিম্বাবুয়ের হয়ে এবার রিচার্ড এনগ্রাভা নেন ৫ উইকেট, আর মুজুরাবানি দখল করেন ৩ উইকেট।

আফগানদের পক্ষে ম্যাচে সবচেয়ে সফল বোলার ছিলেন জিয়াউর রহমান শারিফি। তিনি জিম্বাবুয়ের ইনিংস থেকে একাই তুলে নেন ৭ উইকেট।

এই জয়ে টেস্ট সিরিজ নিজেদের করে নিল জিম্বাবুয়ে। বোলারদের নিয়ন্ত্রিত আক্রমণ আর কারেনের সেঞ্চুরিই এনে দিল স্বাগতিকদের দাপুটে জয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
12