বিএনপি তত্ত্বাবধায়ক সরকার চায়নি: আসিফ নজরুল

বিএনপি তত্ত্বাবধায়ক সরকার গঠনের দাবি করেনি, বরং অন্তর্বর্তী সরকারের কাছ থেকে নিরপেক্ষ ভূমিকা প্রত্যাশা করেছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।
বুধবার (২২ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
আইন উপদেষ্টা বলেন, “উনারা (বিএনপি) চেয়েছেন, ইন্টারিম (অন্তর্বর্তী) সরকার যেন তত্ত্বাবধায়ক সরকারের মতো নিরপেক্ষ ভূমিকা পালন করে। আমরা তাদের বলেছি, আমরা ইতিমধ্যেই নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করছি।”
তিনি আরও জানান, প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস নিজে আশ্বাস দিয়েছেন—এখন থেকে প্রশাসন বা অন্য কোনো বড় ধরনের বদলির সিদ্ধান্ত তিনি নিজে তত্ত্বাবধান করবেন।
এর আগে মঙ্গলবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে বিএনপি প্রতিনিধিদল।
বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে তিন সদস্যের দল সরকারের নিরপেক্ষ ভূমিকা নিশ্চিত করতে কয়েকটি প্রস্তাব দেন।
তারা সরকারের উপদেষ্টা পরিষদে দলঘনিষ্ঠ উপদেষ্টাদের বাদ দেওয়ার আহ্বানও জানান।
এ বিষয়ে আইন উপদেষ্টা বলেন, “এটা তারা আগেও বলেছে। বিষয়টি সম্পূর্ণ প্রধান উপদেষ্টার এখতিয়ার।”
নির্বাচনকালীন সরকার পরিবর্তন হবে কি না—এমন প্রশ্নের জবাবে আসিফ নজরুল বলেন, “এ বিষয়ে কোনো আলোচনা হয়নি। নির্বাচনকালীন সরকার ছোট হবে বা বড় হবে, এমন কোনো দাবিও তোলা হয়নি।”
তিনি আরও বলেন, “আমাদের বিরুদ্ধে সব দলই অভিযোগ করে—কেউ বলে ওই দলের লোক আছে, কেউ বলে অন্য দলের। এর মানে আমরা নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করছি।”
আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন নিয়ে মানুষের মধ্যে আস্থার সংকট তৈরি হয়েছে কি না—এমন প্রশ্নে আসিফ নজরুল বলেন, “মাঠে-ঘাটে আস্থার সংকট আছে কি না আমি জানি না। তবে রাজনৈতিক দলগুলোর অনৈক্য ও পারস্পরিক অভিযোগের কারণেই হয়তো এমনটা হচ্ছে।”
তিনি আশা প্রকাশ করেন, “জুলাই সনদ বাস্তবায়নে দৃশ্যমান অগ্রগতি দেখা গেলে এ সংশয় দ্রুতই কেটে যাবে।”
মন্তব্য করুন