logo
  • বুধবার, ২২ অক্টোবর ২০২৫, ৭ কার্তিক ১৪৩২

৬৫ ধাপ এগোলেন রিশাদ, হৃদয়-মিরাজেরও উন্নতি

অনলাইন ডেস্ক
  ২২ অক্টোবর ২০২৫, ১৭:৩৯

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সের পর আইসিসি র‍্যাঙ্কিংয়ে বড় উত্থান ঘটেছে বাংলাদেশের তরুণ অলরাউন্ডার রিশাদ হোসেনের।
ব্যাটে-বলে সমান সাফল্য দেখিয়ে তিনি অলরাউন্ডারদের তালিকায় ৮৭ ধাপ এবং বোলারদের তালিকায় ৬৫ ধাপ এগিয়েছেন।

আইসিসির প্রকাশিত সর্বশেষ র‍্যাঙ্কিং অনুযায়ী, রিশাদ অলরাউন্ডারদের তালিকায় ১২৪ নম্বর থেকে এক লাফে উঠে এসেছেন ৩৭তম স্থানে।
বর্তমানে তার রেটিং ১৫১ পয়েন্ট।
প্রথম ওয়ানডেতে ১৩ বলে ২৬ রান করার পাশাপাশি ৩৫ রানে ৬ উইকেট নেন তিনি।
পরের ম্যাচেও ব্যাট হাতে ১৪ বলে ৩৯ রান ও বল হাতে ৩ উইকেট তুলে নেন এই লেগ স্পিনার।

অলরাউন্ডারদের তালিকায় এক ধাপ এগিয়ে এখন ৪ নম্বরে আছেন বাংলাদেশের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ, যার রেটিং ২৭৩ পয়েন্ট।
ব্যাটিংয়ে তাওহিদ হৃদয় ৭ ধাপ এগিয়ে ৩৫ নম্বরে, আর মিরাজও ২ ধাপ উঠে এসেছেন ৬৩ নম্বরে।
এছাড়া সৌম্য সরকার ৫ ধাপ এগিয়ে এখন ৮৬তম স্থানে আছেন।

দুই ম্যাচে ৯ উইকেট নিয়ে রিশাদ বোলারদের তালিকায় ৬৫ ধাপ লাফিয়ে ৬৬তম স্থানে উঠে এসেছেন।
এটি তার ক্যারিয়ারের সেরা রেটিং—৪৩০ পয়েন্ট।অন্যদিকে, মিরাজ ৬ ধাপ এগিয়ে এখন ১৮তম স্থানে, যা বাংলাদেশের বোলারদের মধ্যে সবচেয়ে উঁচু অবস্থান।
তাসকিন আহমেদ ৪ ধাপ পিছিয়ে ৩৮তম, আর মোস্তাফিজুর রহমান রয়েছেন ৫৬তম স্থানে অনড় অবস্থায়।

অলরাউন্ডারদের তালিকায় শীর্ষে রয়েছেন আফগানিস্তানের আজমতউল্লাহ ওমরজাই, আর বোলারদের র‍্যাঙ্কিংয়ে এক নম্বরে আছেন রশিদ খান।

বাংলাদেশ দলের তরুণদের এই উত্থানকে ক্রিকে ট বিশ্লেষকরা বলছেন—“নতুন প্রজন্মের ধারাবাহিক উন্নতির প্রমাণ।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
12