logo
  • বুধবার, ২২ অক্টোবর ২০২৫, ৭ কার্তিক ১৪৩২

তৃতীয় সংসারে পুত্রসন্তানের বাবা হলেন রকস্টার জেমস

অনলাইন ডেস্ক
  ২২ অক্টোবর ২০২৫, ১৬:৩৭

বাংলাদেশের জনপ্রিয় রকস্টার নগরবাউল জেমস আবারও বাবা হয়েছেন। চলতি বছরের জুনে তাঁর তৃতীয় স্ত্রী নামিয়া আনাম-এর কোলজুড়ে আসে পুত্রসন্তান। নবজাতকের নাম রাখা হয়েছে জিবরান আনাম।

জেমস গণমাধ্যমকে বলেন, “বাবা হওয়ার অনুভূতি অসাধারণ। আল্লাহর কাছে শুকরিয়া, তিনি আমাকে সুস্থ সন্তান দান করেছেন।”

দ্বিতীয় স্ত্রী বেনজীর সাজ্জাদ-এর সঙ্গে ২০১৪ সালে পারস্পরিক সমঝোতার মাধ্যমে বিচ্ছেদের পর দীর্ঘ এক দশক একা ছিলেন জেমস। ২০২৩ সালের জুনে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে একটি অনুষ্ঠানে পরিচয় হয় বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক নামিয়া আমিনের সঙ্গে। সেই পরিচয় থেকেই ধীরে ধীরে প্রেম, এরপর বিয়ে।

২০২৪ সালের ১২ জুন ঢাকায় পরিবারের উপস্থিতিতে তাঁদের বিয়ে হয়। এরপর চলতি বছরের ৮ জুন, যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের হান্টিংটন হাসপাতালে ভোর সাড়ে তিনটায় জন্ম নেয় তাঁদের সন্তান জিবরান। জন্মের সময় জেমস নিজে ও পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

এক মাস যুক্তরাষ্ট্রে অবস্থান শেষে নবজাতককে নিয়ে দম্পতি দেশে ফিরে আসেন।

জেমসের পারিবারিক জীবন

জেমসের এটি তৃতীয় সংসার। এর আগে তিনি দু’বার বিয়ে করেছেন। প্রথম স্ত্রী ছিলেন অভিনেত্রী রথি, যাঁর সঙ্গে ১৯৯১ সালে বিয়ে ও ২০০৩ সালে বিচ্ছেদ হয়। দ্বিতীয় স্ত্রী ছিলেন বেনজীর সাজ্জাদ, যাঁর সঙ্গে ২০০০ সালে পরিচয় ও আমেরিকায় বিয়ে হয়; ২০১৪ সালে তাঁদের বিচ্ছেদ ঘটে।

প্রথম সংসারে জেমসের এক পুত্র ও এক কন্যা, আর দ্বিতীয় সংসারে রয়েছে এক কন্যাসন্তান।

তৃতীয় স্ত্রী নামিয়া আনাম যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করেছেন এবং জন জে কলেজ থেকে ক্রিমিনাল জাস্টিসে স্নাতক সম্পন্ন করেছেন।

বাংলাদেশি রক সংগীতের কিংবদন্তি জেমস জীবনের নতুন অধ্যায়ে পা রাখলেন। দীর্ঘ বিরতির পর পরিবারে নতুন অতিথি আসায় ভক্তদের মধ্যেও আনন্দের ছোঁয়া লেগেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
12