logo
  • বুধবার, ২২ অক্টোবর ২০২৫, ৭ কার্তিক ১৪৩২

ল্যুভর মিউজিয়ামে চাঞ্চল্যকর চুরি: গয়নার দাম জানাল ফ্রান্স

অনলাইন ডেস্ক
  ২২ অক্টোবর ২০২৫, ১৭:৪৭

ফ্রান্সের বিখ্যাত ল্যুভর মিউজিয়াম থেকে চুরি হওয়া গয়নার মোট মূল্য ৮৮ মিলিয়ন ইউরো বলে জানিয়েছে দেশটির প্রসিকিউটর লর বেকো। তবে তিনি বলেছেন, অর্থমূল্যের চেয়েও বড় ক্ষতি হয়েছে ফ্রান্সের ঐতিহাসিক ঐতিহ্যের।
ঐতিহাসিক গয়নাগুলো এখনো উদ্ধার হয়নি

চুরি হওয়া গয়নাগুলোর মধ্যে ছিল নেপোলিয়নের স্ত্রীকে উপহার দেওয়া হীরা ও পান্নার নেকলেস, সম্রাজ্ঞী ইউজেনির টায়ারা, এবং রানী মেরি-আমেলির বিভিন্ন গয়না।
রবিবার সকালে মিউজিয়াম খোলার পর মাত্র আট মিনিটের মধ্যে পাওয়ার টুল ব্যবহার করে এই ডাকাতি সম্পন্ন হয়।দুই দিন পেরিয়ে গেলেও এখনো চোরদের গ্রেপ্তার করা সম্ভব হয়নি। বিশেষজ্ঞদের আশঙ্কা, মূল্যবান গয়নাগুলো হয়তো ইতিমধ্যেই কালোবাজারে বিক্রি বা গলানো হয়েছে।

তদন্তে জানা গেছে, চারজন মুখোশধারী ডাকাত একটি যান্ত্রিক লিফটযুক্ত ট্রাক ব্যবহার করে সাইন নদীর পাশের গ্যালেরি দ’অ্যাপোলো অংশে প্রবেশ করে।
দুইজন কাচ কেটে ভেতরে ঢুকে নিরাপত্তাকর্মীদের হুমকি দিয়ে পুরো ভবন খালি করে।

বের হওয়ার সময় তারা তাদের ব্যবহৃত গাড়িতে আগুন ধরানোর চেষ্টা করে, তবে এক কর্মীর দ্রুত পদক্ষেপে আগুন নেভানো সম্ভব হয়। এরপর তারা স্কুটারে চড়ে পালিয়ে যায়।

ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ এই ডাকাতিকে “দেশের ঐতিহ্যের ওপর আঘাত” হিসেবে বর্ণনা করেছেন।
দেশজুড়ে সব সাংস্কৃতিক প্রতিষ্ঠানে নিরাপত্তা জোরদার করা হয়েছে।প্রাথমিক তদন্তে জানা গেছে, ল্যুভরের প্রতি তিনটি কক্ষের একটিতে সিসিটিভি ছিল না এবং ঘটনার সময় অ্যালার্ম সিস্টেমও নিষ্ক্রিয় ছিল।

ফ্রান্সের বিচারমন্ত্রী জেরাল্ড ডারমানিন বলেছেন, “নিরাপত্তা প্রটোকল ব্যর্থ হয়েছে। চোরেরা ট্রাক নিয়ে সরাসরি মিউজিয়ামে ঢুকে পড়েছে। তারা পেশাদার ও অত্যন্ত সংগঠিতভাবে কাজ করেছে, যা ফ্রান্সের ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করেছে।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
12