অভিষেকেই ৯২ বছরের রেকর্ড ভাঙলেন ৩৮ বছরের আফ্রিদি

বয়স যে সাফল্যের পথে বাধা নয়, তা আবারও প্রমাণ করলেন পাকিস্তানের বাঁহাতি স্পিনার আসিফ আফ্রিদি।
৩৮ বছর ২৯৯ দিন বয়সে টেস্টে অভিষেক হওয়া এই ‘বুড়ো’ আফ্রিদি রাওয়ালপিন্ডি টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ইনিংসেই ৫ উইকেট শিকার করে ইতিহাস গড়েছেন।
অভিষেকে ৫ উইকেট নিয়ে আফ্রিদি ভেঙে দিলেন এক ৯২ বছরের পুরনো বিশ্বরেকর্ড।
১৯৩৩ সালে ইংল্যান্ডের লেগ স্পিনার চার্লস ম্যারিয়ট ৩৭ বছর ৩৩২ দিন বয়সে টেস্ট অভিষেকে ৫ উইকেট নিয়েছিলেন। এবার সেই রেকর্ড ছাপিয়ে গেলেন পাকিস্তানের এই অভিজ্ঞ বোলার।
বুধবার (২২ অক্টোবর) টেস্টের তৃতীয় দিনে আসিফ আফ্রিদির জাদুকরী স্পিনে একে একে বিদায় নেন স্টাবস, ভেরেইনে ও হার্মার।
হার্মারকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে নিজের পঞ্চম উইকেটটি তুলে নেন তিনি।
এতেই থেমে থাকেননি আফ্রিদি। পাকিস্তানের হয়ে অভিষেকে ৫ উইকেট নেওয়া সবচেয়ে বেশি বয়সী ক্রিকেটারের রেকর্ডও এখন তাঁর দখলে।
আগে এই কৃতিত্ব ছিল নোমান আলির—যিনি ৩৪ বছর ১১১ দিন বয়সে অভিষেকে ৫ উইকেট নিয়েছিলেন।
মন্তব্য করুন