logo
  • বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ৩১ আশ্বিন ১৪৩২

গাজায় ত্রান সহায়তা সীমিত করলো ইসরায়েল; ৪ বন্দীর মৃতদেহ হস্তান্তর করলো হামাস

অনলাইন ডেস্ক

  ১৫ অক্টোবর ২০২৫, ১১:১৮
ছবি: ইন্টারনেট

হামাস আরও ৪ জন ইসরায়েলি বন্দীর মৃতদেহ রেড ক্রসের কাছে হস্তান্তর করেছে, এতে হস্থান্তরিত মৃত বন্দীর সংখ্যা মোট ৮ জনে পৌঁছেছে।

ইসরায়েল মৃত বন্দীদের মরদেহ হস্তান্তরে ধীর গতির কথা উল্লেখ করে গাজায় ত্রান সহায়তার জন্য নির্ধারিত ট্রাকের অর্ধেক সংখ্যক ট্রাক গাজায় প্রবেশের অনুমতি দিয়েছে এবং রাফাহ ক্রসিং খুলতে বিলম্ব করেছে। ইসরায়েল দাবী করছে গাজায় এখনো প্রায় ২০টি মৃতদেহ রয়েছে।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামাসকে নিরস্ত্র হওয়ার আহ্বান জানিয়ে সতর্ক করেছেন, “যদি তারা নিজেদের নিরস্ত্র না করে, আমরা তাদের নিরস্ত্র করব, এবং এটা দ্রুত এবং হয়তো সহিংসভাবে ঘটবে।”

ইসরায়েলি আগ্রাসনে গাজা যুদ্ধে এখন পর্যন্ত ৬৭,৯১৩ জন নিহত এবং ১৭০,১৩৪ জন আহত হয়েছে। ৭ অক্টোবর, ২০২৩ এ হামাসের হামলায় ইসরায়েলের মোট ১,১৩৯ জন নিহত এবং প্রায় ২০০ জনকে আটক করা হয় ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আরও পড়ুন
“দুই বছরের অন্ধকারের পর এটি কিছুটা আশার আলো ছড়িয়েছে”
“রাশিয়া কি টমাহক ক্ষেপণাস্ত্র নিজের দিকে আসতে দেখতে চায়? আমার মনে হয় না।”
‘ঐতিহাসিক দিন’ উপলক্ষ্যে ইসরায়েলের পথে ট্রাম্প
বিশিষ্ট বন্দিদের মুক্তির দাবিতে হামাসের চাপ
12