logo
  • বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ৩১ আশ্বিন ১৪৩২

বিপিএল আয়োজনের জন্য বিসিবি-আইএমজি’র তিন বছরের চুক্তি চূড়ান্ত, ফ্র্যাঞ্চাইজি ফি ২ কোটি টাকা

অনলাইন ডেস্ক
  ১৫ অক্টোবর ২০২৫, ১৩:৫৩

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আয়োজনের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও আন্তর্জাতিক ম্যানেজমেন্ট গ্রুপ (আইএমজি)-এর মধ্যে তিন বছরের চুক্তি চূড়ান্ত হয়েছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) বিসিবির সহসভাপতি শাখাওয়াত হোসেন জানিয়েছেন, সভায় চুক্তি সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিষ্পত্তি হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বিপিএলের ১২তম আসরে পাঁচ থেকে ছয়টি ফ্র্যাঞ্চাইজি অংশ নেবে। প্রতিটি ফ্র্যাঞ্চাইজির ফি নির্ধারণ করা হয়েছে ২ কোটি টাকা, সঙ্গে সমপরিমাণ ব্যাংক জামানত জমা দিতে হবে। এই ফি প্রতিবছর ১৫ শতাংশ হারে বৃদ্ধি পাবে।

এছাড়া প্রতি মৌসুমে ছয় মাসের জন্য ১০ কোটি টাকার ব্যাংক জামানত দিতে হবে ফ্র্যাঞ্চাইজিগুলোকে। তারা টিভি সম্প্রচার, গ্রাউন্ড এবং টিকিট বিক্রির আয়ের ৩০ শতাংশ ভাগ পাবেন। ম্যাচ চলাকালীন দুই দলই ১৫ মিনিট করে পেরিমিটার বোর্ডে নিজেদের টিম স্পনসরের বিজ্ঞাপন প্রদর্শনের সুযোগ পাবে।

পুরস্কারের ক্ষেত্রেও নতুন কাঠামো নির্ধারণ করা হয়েছে। চ্যাম্পিয়ন দল পাবে ২ কোটি ৭৫ লাখ টাকা, আর রানার্সআপ দল পাবে ১ কোটি ৭৫ লাখ টাকা। টিকিট বিক্রির রাজস্ব সাতটি দলের মধ্যে ভাগ হবে—এর মধ্যে প্লে-অফে ওঠা চার দল পাবে ৫৫ লাখ টাকা করে, আর বাকি তিন দল পাবে ৪৫ লাখ টাকা করে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
12