আইএমএফের সঙ্গে পাকিস্তানের ১.২ বিলিয়ন ডলারের নতুন ঋণ চুক্তি স্বাক্ষর
আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) জানিয়েছে, পাকিস্তানের সঙ্গে তাদের ঋণ কর্মসূচি নিয়ে প্রাথমিক চুক্তি সম্পন্ন হয়েছে। আইএমএফ বোর্ডের অনুমোদনের পর এই চুক্তির আওতায় ঋণ হিসেবে পাকিস্তান ১.২ বিলিয়ন মার্কিন ডলার পাবে।
আইএমএফের বিবৃতিতে বলা হয়, পাকিস্তানকে এক্সটেন্ডেড ফান্ড ফ্যাসিলিটি (EFF)-এর আওতায় ১ বিলিয়ন ডলার এবং রেজিলিয়েন্স অ্যান্ড সাসটেইনেবিলিটি ফ্যাসিলিটি (RSF)-এর আওতায় ২০০ মিলিয়ন ডলার দেওয়া হবে। এর মাধ্যমে দুটি প্রকল্পে মোট বিতরণ দাঁড়াবে প্রায় ৩.৩ বিলিয়ন ডলার।
আইএমএফের ঋণ কর্মসূচিতে থাকা দেশগুলোকে নিয়মিত মূল্যায়ন প্রক্রিয়া অতিক্রম করতে হয়। এই মূল্যায়ন বোর্ড কর্তৃক অনুমোদিত হলে পরবর্তী কিস্তির ঋণ প্রদান করা হয়।
বিবৃতিতে আইএমএফ জানিয়েছে, “EFF কর্মসূচির সহায়তায় পাকিস্তানের অর্থনৈতিক পরিকল্পনা ম্যাক্রোইকোনমিক স্থিতিশীলতা জোরদার করছে এবং বাজারে আস্থা ফিরিয়ে আনছে।”
সংস্থাটির মতে, দক্ষিণ এশীয় দেশটির অর্থনৈতিক পুনরুদ্ধার সঠিক পথে রয়েছে— মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে, বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী হচ্ছে, এবং সরকারি বন্ডের স্প্রেড কমায় আর্থিক পরিস্থিতির উন্নতি হচ্ছে।
এছাড়া পাকিস্তান প্রতিশ্রুতি দিয়েছে যে, তারা কঠোর ও তথ্যনির্ভর মুদ্রানীতি বজায় রাখবে এবং সাম্প্রতিক ভয়াবহ বন্যার পর জলবায়ু সহনশীলতা বাড়াতে পদক্ষেপ নেবে।
পাকিস্তানের অর্থমন্ত্রী মোহাম্মদ আওরঙ্গজেব মঙ্গলবার এক সাক্ষাৎকারে জানান, আইএমএফ দলটি গত সপ্তাহে পাকিস্তান ত্যাগ করলেও সরকার এখন একটি প্রাথমিক চুক্তি সইয়ের পথে।
তিনি আরও বলেন, সরকার আবার আন্তর্জাতিক মূলধন বাজারে ফেরার পরিকল্পনা করছে। এর অংশ হিসেবে চলতি বছরের শেষ নাগাদ চীনা মুদ্রা ইউয়ানে প্রথম গ্রিন বন্ড ইস্যু করবে পাকিস্তান, এরপর অন্তত ১ বিলিয়ন ডলারের একটি আন্তর্জাতিক বন্ড প্রকাশের পরিকল্পনা রয়েছে।
উল্লেখ্য, ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে আইএমএফের সহায়তা পাকিস্তানের ৩৭০ বিলিয়ন ডলারের অর্থনীতিকে স্থিতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, যখন দেশটি মারাত্মক অর্থনৈতিক সংকট ও মুদ্রার অবমূল্যায়নের মুখে পড়ে।
তথ্যসূত্র- রয়টার্স
মন্তব্য করুন