logo
  • বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ৩১ আশ্বিন ১৪৩২

শততম মঞ্চায়নে ‘ডাকঘর’: নতুন আঙ্গিকে ফিরে আসছে পালাকার

অনলাইন ডেস্ক
  ১৫ অক্টোবর ২০২৫, ১৪:২৬
‘ডাকঘর’ নাটকের দৃশ্য

দুই যুগেরও বেশি সময় ধরে স্টুডিও থিয়েটারনির্ভর নাট্যচর্চায় সক্রিয় দল পালাকার আবারও আলোচনায় ফিরছে তাদের জনপ্রিয় প্রযোজনা ‘ডাকঘর’ নিয়ে। দীর্ঘ বিরতির পর এক যুগেরও বেশি সময় পেরিয়ে নাটকটি নতুন আঙ্গিকে মঞ্চে আসছে। এই সপ্তাহে টানা তিনটি প্রদর্শনীর মাধ্যমে প্রযোজনাটির শততম মঞ্চায়ন উদযাপন করতে আয়োজন করা হয়েছে বিশেষ অনুষ্ঠানমালা। রবীন্দ্রনাথ ঠাকুরের অনুবর্তনে নির্মিত এ নাটকের নির্দেশনা দিয়েছেন শামীম সাগর। নাটকটি মঞ্চস্থ হবে বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে—১৬ অক্টোবর সন্ধ্যা ৭টায়, এবং ১৭ অক্টোবর বিকেল ৫টা ও সন্ধ্যা ৭টায়।

নাটকের কাহিনিতে শরৎঋতুর প্রেক্ষাপটে ফুটে ওঠে ছেলেদের প্রাণবন্ত উৎসবমুখর পরিবেশ। সেখানে গগন হরকরার সুরের সঙ্গে মিশে যায় মাধবদত্তের অন্তর্লোকের সাড়া। কবিরাজের নানা চেষ্টাতেও মাধবের অস্থিরতা ধরা পড়ে না। এরই মধ্যে হাজির হন মুক্তমনের প্রতীক ঠাকুরদা, যিনি সীমাবদ্ধ জীবনের প্রতি উদাসীন। তার চলে যাওয়ার পর মাধবের প্রাণ যেন মুক্ত আকাশে উড়তে থাকা পাখিতে রূপ নেয়—সেই রূপান্তরই অমল। অমল যেন মাধবের রুদ্ধ স্বপ্ন ও মুক্তির আর্তির প্রতিচ্ছবি; কখনও সে গল্প বোনে, কখনও চোখের জলে ফুটে ওঠে তার আকুলতা।

পুরো নাটকজুড়ে অমল ও মাধবের সম্পর্ক একদিকে গভীর ও অন্তরঙ্গ, অন্যদিকে যেন দ্বৈতসত্তায় বিভক্ত—একজন বাস্তবতার মাটিতে দাঁড়িয়ে, অন্যজন কল্পনার ডানায় উড়ে চলে। স্বপ্নবিলাসী ঠাকুরদা কখনও দইওয়ালা, কখনও ফকির, আবার কখনও প্রহরীর ছদ্মবেশে এসে অমলের মনে আশার বীজ বুনে দেন। অমল যেমন স্বপ্ন দেখে, তেমনি তার ডানায় ভেসে চলে স্বপ্নেরা। এই খেলাচ্ছলে এগিয়ে চলে কাহিনি, আর শেষ পর্যন্ত তা রূপ নেয় মুক্তির প্রতীকী উৎসবে

নির্দেশক শামীম সাগর বলেন,

“আমরা প্রত্যেকেই ভেতরে ভেতরে এক অজানা টানে বেঁচে আছি। সীমিত সত্তাকে ছাড়িয়ে অসীম মহাবিশ্বের আহ্বান আমাদের ডাকে। পূর্ণতার সন্ধান যখন মানুষের জীবনে আসে, তখন মৃত্যু আর নিঃশেষ নয়—তা হয়ে ওঠে মুক্তির দরজা। ‘ডাকঘর’ সেই মুক্তির উৎসব নিয়েই এগোয়। এখানে বিষণ্নতার কোনো দেয়াল নেই, আছে কেবল জীবনের আনন্দ ও মুক্তির অন্বেষণ। শততম মঞ্চায়ন উপলক্ষে দলের পুরোনো সদস্যরাও সক্রিয়ভাবে যুক্ত হয়েছেন, যা গোটা আয়োজনকে দিয়েছে উৎসবমুখর রূপ। আশা করছি, দর্শকেরা নতুন করে ‘ডাকঘর’-কে উপভোগ করবেন।”

এই প্রযোজনায় অভিনয় করেছেন—ফেরদৌসী শর্মী, ফরহাদ লিমন, সুমন, আশিক, শুভ, নাহিদা শারমিন, নাহরিন, ইকতারুল, তুহিন, সেতু, শাহজাহান, পিটার, রবিনআমিনুর রহমান মুকুল
মঞ্চ পরিকল্পনা করেছেন আমিনুর রহমান মুকুল, আলো পরিকল্পনায় জুনায়েদ ইউসুফ, কোরিওগ্রাফিতে সুমি ডরথী রোজারিও। পোশাক ও সাজসজ্জা করেছেন নাহিদা শারমিনচারু পিন্টু

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
12