হংকংয়ের বিপক্ষে ড্রয়ের পর হামজাকে কাঁধে তুলে নাচলেন প্রবাসী বাংলাদেশিরা

হংকংয়ের মাঠে ১-১ ড্র নিয়ে ফিরেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। যদিও এশিয়ান কাপের বাছাইপর্বে টিকে থাকতে জয়ের প্রয়োজন ছিল, তবুও নিজেদের চেয়ে ৩৮ ধাপ এগিয়ে থাকা প্রতিপক্ষের বিপক্ষে এই ড্র প্রবাসী বাংলাদেশিদের মধ্যে এনে দিয়েছে অপরিসীম আনন্দ। ম্যাচ শেষে সেই উচ্ছ্বাসের প্রকাশও দেখা গেল দারুণভাবে।
খেলা শেষ করে টিম বাসে উঠতে গেলে হামজাকে ঘিরে ধরেন প্রবাসী দর্শকরা। একপর্যায়ে তারা তাকে কাঁধে তুলে নাচতে শুরু করেন এবং উচ্ছ্বাসে চিৎকার করে ওঠেন—‘হামজা ভাই! জিন্দাবাদ!!’। মুহূর্তেই চারপাশে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ, যা ফুটবলের প্রতি তাদের গভীর ভালোবাসার প্রতিফলন।
অভিষেকের পর থেকেই হামজা হয়ে উঠেছেন বাংলাদেশ দলের অপরিহার্য সদস্য। মাঠে তার পারফরম্যান্স ও নেতৃত্বের গুণে তিনি এখন দলের অন্যতম ভরসা। হংকংয়ের বিপক্ষে আগের হোম ম্যাচে তার দারুণ এক ফ্রি-কিক গোল বাংলাদেশকে দীর্ঘ সময় জয়ের আশায় রেখেছিল। অ্যাওয়ে ম্যাচেও তিনি ছিলেন মাঠের অন্যতম সেরা খেলোয়াড়—প্রায় প্রতিটি জায়গায় তার উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
এ পর্যন্ত জাতীয় দলের হয়ে ৫ ম্যাচে ২ গোল ও ১টি অ্যাসিস্ট করেছেন হামজা। তবে পরিসংখ্যানের চেয়েও বড় তার প্রভাব মাঠের বাইরে—তার আগমনের পর থেকেই ফুটবল নিয়ে বাংলাদেশে উন্মাদনা যেন নতুন উচ্চতায় পৌঁছেছে।
মন্তব্য করুন