মিরপুর অগ্নিকাণ্ডে নিহতদের পরিবারকে এক লাখ টাকা করে সহায়তা দেবে বিএনপি

রাজধানীর মিরপুরের রূপনগরের শিয়ালবাড়ি এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতদের পরিবারকে এক লাখ টাকা করে সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে বিএনপি।
মঙ্গলবার রাত ১২টার দিকে ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এ ঘোষণা দেন। তার সঙ্গে ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক।
রিজভী সাংবাদিকদের বলেন, “বিএনপির পক্ষ থেকে নিহত প্রতিটি পরিবারকে এক লাখ টাকা করে সহায়তা দেওয়া হবে।” তিনি আরও জানান, বিএনপি ক্ষমতায় এলে আবাসিক এলাকায় শিল্পায়নের সমন্বয়হীনতা দূর করতে কাজ করবে।
এর আগে মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে মিরপুরের চারতলা ভবনের ‘আর এন ফ্যাশন’ নামে পোশাক কারখানা এবং পাশের শাহ আলমের রাসায়নিকের গুদামে ভয়াবহ আগুন লাগে।
বিকেলে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, “তল্লাশি এখনো চলছে। পাশের কেমিক্যাল গুদামে আগুন জ্বলছে, সেখানে কাউকে যেতে দেওয়া যাচ্ছে না। ড্রোনসহ সর্বোচ্চ প্রযুক্তি ব্যবহার করে কাজ করা হচ্ছে।”
আগুন নেভানোর চেষ্টার মধ্যে বিকেল সোয়া ৪টার দিকে ফায়ার সার্ভিস কর্মকর্তা তালহা বিন জসিম ৯ মরদেহ উদ্ধারের কথা জানান। পরে সন্ধ্যায় ফায়ার সার্ভিস জানায়, মৃতের সংখ্যা বেড়ে ১৬ জনে দাঁড়িয়েছে।
মিরপুরের এ অগ্নিকাণ্ডে এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। নিহতদের স্বজনদের বিলাপ আর ক্ষতিগ্রস্তদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো রূপনগর এলাকা।
মন্তব্য করুন