‘ঐতিহাসিক দিন’ উপলক্ষ্যে ইসরায়েলের পথে ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের উদ্দেশে রওনা হয়েছেন বলে জানিয়েছে হোয়াইট হাউস। প্রতিষ্ঠানটির সরকারি সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট র্যাপিড রেসপন্স ৪৭ এক পোস্টে জানিয়েছে, এটি “পুরো বিশ্বের জন্য একটি ঐতিহাসিক দিন” হতে যাচ্ছে।
পোস্টে বলা হয়েছে, ট্রাম্প আগামী এক ঘণ্টার মধ্যে তেল আবিবে পৌঁছাবেন। সেখানে পৌঁছে তিনি প্রথমে ইসরায়েলি বন্দিদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করবেন।
এরপর স্থানীয় সময় সকাল ১১টায় (বাংলাদেশ সময় বিকেল ৩টা) ইসরায়েলি পার্লামেন্ট ‘কনেসেট’-এ ভাষণ দেওয়ার কথা রয়েছে তাঁর।
পরবর্তীতে ট্রাম্প মিশরের শার্ম আল-শেখে গাজা বিষয়ক সম্মেলনে যোগ দিতে রওনা হবেন বলে হোয়াইট হাউস জানিয়েছে।
অন্য আরেক খবরে আল জাজিরার মাধ্যমে জানা যায় গাজায় আন্তর্জাতিক রেড ক্রস কমিটির (আইসিরসিআ) কাছে সাতজন ইসরায়েলি বন্দিকে হস্তান্তর করেছে হামাস। শিগগিরই আরও ১৩ জনকে মুক্তি দেওয়ার কথা জানিয়েছে সংগঠনটি।
অন্যদিকে, ইসরায়েলের বিভিন্ন কারাগারে থাকা প্রায় দুই হাজার ফিলিস্তিনি বন্দির মুক্তির অপেক্ষায় রয়েছে পরিবারগুলো।
মন্তব্য করুন