ছেলেদের সমান ভাতা ও ট্যুর ফি পাবেন বাংলাদেশ নারী ক্রিকেটাররা

সম্প্রতি নারী দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি অভিযোগ করেছিলেন যে বেতন, ম্যাচ ফি ও অন্যান্য আর্থিক সুবিধায় নারী ক্রিকেটাররা বৈষম্যের শিকার হচ্ছেন। তাঁর এই বক্তব্য গুরুত্ব সহকারে বিবেচনা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নারী ক্রিকেটারদের জন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে।
বিসিবি নারী বিভাগের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক জানিয়েছেন, এখন থেকে নারী ও পুরুষ ক্রিকেটারদের দৈনিক ভাতা ও ট্যুর ফি সমান হবে। বর্তমানে পুরুষ ক্রিকেটাররা বিদেশে দ্বিপক্ষীয় সিরিজে খেলতে গেলে দৈনিক ভাতা ও ট্যুর ফি মিলিয়ে ১১৫ ডলার (৭৫ + ৪০) পান। এতদিন নারী ক্রিকেটারদের দেওয়া হতো মোট ৭৫ ডলার।
বিসিবি নারী বিভাগ জানিয়েছে, বোর্ডের সর্বশেষ সভায় সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও সাবেক সহসভাপতি নাজমুল আবেদীন ফাহিম এই সমান ভাতা প্রদানের সিদ্ধান্ত অনুমোদন করেছেন। এই সিদ্ধান্ত কার্যকর হলে নারী ক্রিকেটাররাও পুরুষ ক্রিকেটারদের মতো সমান আর্থিক সুবিধা পাবেন।
মন্তব্য করুন