logo
  • বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ৩১ আশ্বিন ১৪৩২

রাজনীতি বুঝি না, আমি শুধু অভিনেতা: চঞ্চল চৌধুরী

অনলাইন ডেস্ক
  ১৫ অক্টোবর ২০২৫, ১২:৫৩

দেশে কিছুটা সময় কাজ থেকে বিরতি নিলেও ওপার বাংলায় ব্যস্ত সময় পার করছেন জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। ভারতের পশ্চিমবঙ্গে ব্রাত্য বসুর পরিচালনায় নির্মিত ‘শিকড়’ সিনেমায় অভিনয় করছেন তিনি।

সম্প্রতি এক ভারতীয় গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বাংলাদেশে তাঁর দীর্ঘ বিরতির কারণ জানতে চাইলে চঞ্চল রাজনৈতিক কোনো বিষয়কে সরাসরি অস্বীকার করেন।

তিনি বলেন, “না, এটা একদম স্বাভাবিক বিষয়। আমি এমনিতেই কম ছবি করি। রাজনীতি বা দেশ নিয়ে ভাবি না। আমরা সবাই বাংলা ছবির শিল্পী—সব বাংলাভাষী দর্শকের জন্যই কাজ করি।”

চঞ্চলের ভাষায়, “এখানে কোনো বিভাজন নেই। সারা বিশ্বের বাংলা ভাষাভাষী দর্শকদের জন্যই ছবি তৈরি হয়। রাজনীতির সেখানে কোনো স্থান নেই। এখন এপার বাংলা ও ওপার বাংলায়—দুই জায়গাতেই কাজের কথা চলছে। কিছু সিরিজ ও সিনেমা বর্তমানে পরিকল্পনায় রয়েছে।”

‘শিকড়’-এ অভিনয়ের কারণ জানিয়ে চঞ্চল বলেন, “আমি মূলত গ্রামের ছেলে, যদিও এখন ঢাকায় থাকি। এই ছবিতে মেঠোপথে সাইকেল চালানোর সময় নিজের শৈশব মনে পড়ে যাচ্ছিল। মনে হচ্ছিল, সময়টা যেন ফিরে এসেছে।”

ব্রাত্য বসুর পরিচালনায় তৈরি এই সিনেমাটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের দুটি ছোটগল্প—‘দ্রবময়ীর কাশীবাস’ ও ‘দাদু’-এর অবলম্বনে নির্মিত।

বোলপুরের মোহনপুরে ৩১ ডিগ্রি গরমে, কাঠফাটা রোদে ঢিলেঢালা ফতুয়া পরে, একমুখ দাড়ি নিয়ে সাইকেল চালাতে দেখা গেছে চঞ্চল চৌধুরীকে—এ দৃশ্য ইতিমধ্যে কলকাতার গণমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে।

ছবিতে তুলে ধরা হয়েছে বাবা-ছেলের আবেগময় সম্পর্ক। চঞ্চল জানিয়েছেন, তাঁর চরিত্রের সঙ্গে ব্যক্তিজীবনের মিলও রয়েছে—“ছবিতে আমার বাবা ডিমেনশিয়ায় ভুগছেন, সবকিছু ভুলে যান। আমার নিজের বাবাও জীবনের শেষদিকে একই রোগে আক্রান্ত ছিলেন।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
12