বিএনপির উদ্বেগ: সরকারের উপদেষ্টাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন

প্রথম আলো পত্রিকার বিশেষ প্রতিনিধির রিপোর্ট অনুযায়ী বিএনপির স্থায়ী কমিটির সভায় সরকারের কয়েকজন উপদেষ্টার ভূমিকা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। দলের নেতারা মনে করছেন, কিছু উপদেষ্টার বক্তব্য ও কর্মকাণ্ডের মাধ্যমে সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠছে।
সভায় ভার্চ্যুয়ালি সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, কিছু উপদেষ্টা সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ন করছে। প্রশাসনিক পদায়নেও পক্ষপাতিত্বের অভিযোগ উঠছে।
বিশেষ করে, ৫ আগস্টের পর প্রশাসনে যেসব রদবদল হয়েছে, সেখানে একটি বিশেষ দলের ঘনিষ্ঠদের অগ্রাধিকার দেওয়া হয়েছে। এ ছাড়া নির্বাচনের প্রস্তুতিতে ভোট গ্রহণ কর্মকর্তাদের তালিকা তৈরিতে ওই দলের প্রভাব রয়েছে বলে অভিযোগ উঠেছে।
বিএনপির নেতারা বলেছেন, সরকারকে এখনই নিজেদের নিরপেক্ষতা প্রতিষ্ঠা করতে হবে, যাতে জনগণ ও রাজনৈতিক দলগুলো বিশ্বাস করতে পারে যে, এটি একটি তত্ত্বাবধায়ক সরকার।
এ ছাড়া, বিএনপির একটি প্রতিনিধিদল ১৭ অক্টোবর সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নেবে। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ সনদে সই করবেন।
সভায় আরও আলোচনা হয় দলের গণসংযোগ ও প্রচারণা নিয়ে। সামাজিক যোগাযোগমাধ্যমে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার প্রতিরোধের জন্য বিকল্প কৌশল গ্রহণের পরামর্শ দেওয়া হয়।
প্রার্থী মনোনয়ন বিষয়েও আলোচনা হয়েছে, তবে এর দায়িত্ব তারেক রহমানের ওপর অর্পিত হয়েছে। তিনি মাঠপর্যায়ের মতামত অনুযায়ী শিগগিরই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।
মন্তব্য করুন