উপকার ভুলে গেছে আফগানিস্তান: শহীদ আফ্রিদি

আফগানিস্তানের পাকতিকা প্রদেশের আরগুন জেলায় বিমান হামলায় তিন স্থানীয় ক্রিকেটার নিহত হয়েছেন। এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে আসন্ন ত্রিদেশীয় সিরিজে অংশ না নেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। সিরিজটি ১৭ নভেম্বর পাকিস্তানে শুরু হওয়ার কথা ছিল, যেখানে পাকিস্তান ও আফগানিস্তানের সঙ্গে শ্রীলঙ্কাও অংশগ্রহণ করার কথা ছিল।
বিমান হামলার জন্য পাকিস্তানকে দায়ী করার পর আফগানিস্তানকে সমর্থন না করার বিষয়টি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি। তিনি আফগানিস্তানের প্রতি পাকিস্তানের দীর্ঘমেয়াদি সাহায্য ও সমর্থনের কথা স্মরণ করিয়েছেন। আফ্রিদি তার এক্স হ্যান্ডলে লিখেছেন, “পাকিস্তান সবসময় আফগান ভাইদের পাশে থেকেছে এবং তাদের দুঃখ-কষ্টকে নিজেদের দুঃখ হিসেবে গ্রহণ করেছে। সীমান্ত খুলে দিয়েছে, ৪০ লাখ শরণার্থীকে আশ্রয় দিয়েছে। নিজ সামর্থ্য অনুযায়ী আমি ৩৫০টি আফগান পরিবারের দেখাশোনা করি। তারপরও আফগানিস্তান সাম্প্রতিক সময়ে এসব উপকার ভুলে সীমান্তে প্রকাশ্য আগ্রাসন চালিয়েছে, যার জবাবে আমাদের সেনারা যথাযথ ব্যবস্থা গ্রহণ করেছে। আফগানিস্তানকে ভাবা উচিত যে পাকিস্তান তাদের ভাইপ্রতিম ইসলামি দেশ। তাই আফগানিস্তান এমন কোনো দেশের হাতে ব্যবহার হওয়া উচিত নয়, যা ইতিমধ্যেই পাকিস্তানের ভেতরে সন্ত্রাসীদের সহযোগিতা করছে।”
অন্যদিকে, তিন ক্রিকেটারের মৃত্যুর পর আফগানিস্তান ক্রিকেট বোর্ড এক্স হ্যান্ডলে এক বিবৃতিতে জানিয়েছে, “আফগানিস্তান ক্রিকেট বোর্ড পাকতিকা প্রদেশের আরগুন জেলার সাহসী ক্রিকেটারদের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় গভীর শোক ও সমবেদনা প্রকাশ করছে। তাঁরা পাকিস্তানি বাহিনীর কাপুরুষোচিত হামলার শিকার হয়েছেন।”
তাদের বিবৃতিতে আরও বলা হয়েছে, “মর্মান্তিক এ ঘটনার প্রতিবাদে ও নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আফগানিস্তান ক্রিকেট বোর্ড আসন্ন ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ থেকে সরে দাঁড়াচ্ছে। সিরিজটি পাকিস্তানে নভেম্বরের শেষ দিকে আয়োজন হওয়ার কথা ছিল।”
তবে ভারতের সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার খবর অনুযায়ী, আফগানিস্তান না খেললেও পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) নির্ধারিত সময়েই সিরিজ আয়োজন করবে। তারা ইতিমধ্যেই বিকল্প দল খুঁজতে অন্যান্য দেশের ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনা শুরু করেছে। পিসিবির এক কর্মকর্তা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, “আফগানিস্তান সরে গেলেও ত্রিদেশীয় সিরিজ নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে। আমরা বিকল্প দল খুঁজছি এবং চূড়ান্ত হলে ঘোষণা দেওয়া হবে।”
মন্তব্য করুন