logo
  • বুধবার, ২২ অক্টোবর ২০২৫, ৭ কার্তিক ১৪৩২

টঙ্গীতে ছিনতাইয়ের অভিযোগে গণপিটুনিতে যুবক নিহত, লবণ ছিটিয়ে উল্লাস এলাকাবাসীর

অনলাইন ডেস্ক
  ২১ অক্টোবর ২০২৫, ২৩:২৬
এ আই

গাজীপুরের টঙ্গীতে ছিনতাইয়ের অভিযোগে এলাকাবাসীর পিটুনিতে এক অজ্ঞাতপরিচয় যুবক নিহত হয়েছেন। মৃত্যুর পর তার শরীরে লবণ ছিটিয়ে উল্লাস করতে দেখা গেছে স্থানীয়দের। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুর দেড়টার দিকে টঙ্গীর স্টেশন রোড এলাকায়।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সোমবার দুপুরে দুই যুবক বাসের যাত্রীদের কাছ থেকে মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় এলাকাবাসী তাদের আটক করে। তবে একজন কৌশলে পালিয়ে যায়। অন্যজনকে (বয়স আনুমানিক ৩৫) রশি দিয়ে হাত-পা বেঁধে পেটানো হয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনার এক পর্যায়ে ছিনতাইয়ের অভিযোগে নিহত যুবকের গায়ে লবণ ছিটিয়ে উল্লাস প্রকাশ করে এলাকাবাসী। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে শহীদ আহ্সান উল্লাহ্ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যায়।

স্থানীয়দের অভিযোগ, স্টেশন রোড এলাকায় প্রায়ই ছিনতাইয়ের ঘটনা ঘটে। এই ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

টঙ্গী পূর্ব থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) ওয়াহিদুজ্জামান বলেন, নিহত যুবকের নাম-পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আরও পড়ুন
বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে গাজীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধ!
গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের ফের সড়ক অবরোধ
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, ১৫টি কারখানায় ছুটি
গাজীপুরে প্রাইভেটকারের ধাক্কায় নারী শ্রমিক নিহত
12