logo
  • রোববার, ১৯ অক্টোবর ২০২৫, ৪ কার্তিক ১৪৩২

রিশাদের ঘূর্ণিতে দাপুটে জয়ে ফিরল বাংলাদেশ

অনলাইন ডেস্ক
  ১৮ অক্টোবর ২০২৫, ২০:৫১

ঘরের মাঠে অবশেষে জয়ের দেখা পেল বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে হোয়াইটওয়াশের দুঃখ ভুলে ওয়েস্ট ইন্ডিজকে ৭৪ রানে হারিয়ে নতুন সূচনা করেছে মেহেদি হাসান মিরাজের দল। মিরপুরে অনুষ্ঠিত সিরিজের প্রথম ওয়ানডেতে রিশাদ হোসেনের দুর্দান্ত বোলিংই এনে দেয় এই জয়।

টস হেরে আগে ব্যাট করতে নেমে বাংলাদেশ ৪৯.৪ ওভারে অলআউট হয় ২০৭ রানে। দলের পক্ষে সর্বোচ্চ ৫১ রান করেন তাওহিদ হৃদয়, আর অভিষিক্ত মাহিদুল ইসলাম অঙ্কন করেন ৪৬ রান। একসময়ে ৮ রানে দুই ওপেনার সাইফ হাসান ও সৌম্য সরকার ফিরে গেলে চাপে পড়ে দল। তবে শান্ত ও হৃদয়ের ৭১ রানের জুটি কিছুটা ভরসা জোগায়। শেষ দিকে রিশাদ হোসেনের ১৩ বলে ২৬ রানের ঝড়ো ইনিংসেই দুইশ পার করে বাংলাদেশ।

ছোট পুঁজি নিয়েও জয়ের পথ তৈরি করেন তরুণ লেগ স্পিনার রিশাদ। ওয়েস্ট ইন্ডিজের ইনিংস শুরুটা ছিল উড়ন্ত—উদ্বোধনী জুটিতে আসে ৫১ রান। কিন্তু এরপরই আঘাত হানেন রিশাদ। লেগ-বিফোরে ফিরিয়ে দেন আলিক আথানজেকে। এরপর ধারাবাহিকভাবে ফেরান কেসি কার্টি, ব্র্যান্ডন কিং, শারেফান রাদারফোর্ড ও রোস্টন চেজকে। মাত্র ৯২ রানেই ক্যারিবিয়ানদের ৫ উইকেট হারিয়ে দেয় বাংলাদেশ।

রিশাদ নিজের শেষ ওভারে ফেরান জেডন সিলসকে। সব মিলিয়ে ১০ ওভারে ২৭ রানে ৬ উইকেট নিয়ে গড়েন নতুন ইতিহাস—ওয়ানডেতে কোনো বাংলাদেশি স্পিনারের সেরা বোলিং ফিগার এটি।

ওয়েস্ট ইন্ডিজ ৩৯ ওভারে ১৩৩ রানে গুটিয়ে যায়। বাংলাদেশের হয়ে রিশাদের পাশাপাশি মুস্তাফিজুর রহমান নেন ২ উইকেট, মিরাজ ও তানভির ইসলাম নেন একটি করে।

দীর্ঘদিন পর মিরপুরে জয় পেয়ে উচ্ছ্বসিত বাংলাদেশ অধিনায়ক মেহেদি হাসান মিরাজ বলেন, “রিশাদ আজ সত্যিকারের ম্যাচ-উইনার। ছোট পুঁজিও কিভাবে বড় জয় এনে দেয়, সে আজ প্রমাণ করেছে।”

এই জয়ে সিরিজে ১–০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ। দুই দলের দ্বিতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে আগামী সোমবার একই ভেন্যুতে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
12