logo
  • রোববার, ১৯ অক্টোবর ২০২৫, ৪ কার্তিক ১৪৩২

ডিসেম্বরের প্রথম সপ্তাহে নির্বাচনের তপশিল ঘোষণা : সিইসি

অনলাইন ডেস্ক
  ১৮ অক্টোবর ২০২৫, ২২:০০
ছবি: সমকাল

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন (সিইসি) আগামী ডিসেম্বরের প্রথম সপ্তাহে নির্বাচনের তপশিল ঘোষণা করবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। শনিবার বরিশালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, নির্বাচন কমিশন সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য সকল ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে প্রতিশ্রুতিবদ্ধ।

এদিন বরিশালে পৌঁছানোর পর তিনি স্থানীয় নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন এবং পুলিশ ও প্রশাসন কর্মকর্তাদের সঙ্গেও নির্বাচন সংক্রান্ত আলোচনা করেন। সিইসি বলেন, “আমরা দায়িত্ব গ্রহণের শপথ অনুযায়ী দেশের জনগণকে একটি আদর্শ নির্বাচন উপহার দিতে চাই। প্রশাসন এবং নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে তাদের কাছ থেকেও এই প্রতিশ্রুতি পেয়েছি।”

এছাড়া, সিইসি এদিন জানান, রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ হওয়ায় আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না, এবং সরকারও তাদের বিচার শেষ না হওয়া পর্যন্ত নির্বাচনে অংশগ্রহণের অনুমতি দেয়নি।

সিইসি আরো বলেন, “আগের নির্বাচনগুলোর মতো কোনও নির্বাচন হবে না। আমরা সকল পক্ষের কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন উপহার দেব। এই ক্ষেত্রে কোন দল বা গোষ্ঠীর চাপ বা বাধার মুখে নির্বাচন কমিশন মাথা নত করবে না।”

বরিশালের বিভাগীয় কমিশনার রায়হান কাওছারসহ প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এসব সভায় উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
12