শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণের চেষ্টায় ১৬ টি ইউনিট

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (১৮ অক্টোবর) দুপুর ২টা ১৫ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়। প্রায় ঘণ্টাব্যাপী প্রচেষ্টায় ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
বিমানবন্দরের ৮ নম্বর গেট সংলগ্ন কার্গো ভিলেজ এলাকায় হঠাৎ আগুন দেখা দেয়। মুহূর্তেই ধোঁয়ায় ছেয়ে যায় আশপাশের এলাকা। প্রথমে বাংলাদেশ সিভিল এভিয়েশন ও বিমানবন্দরের নিজস্ব ফায়ার ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। পরে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও বিমান বাহিনীর আরও ১৬টি ইউনিট যুক্ত হয়।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, আগুনের ভয়াবহতা অনেক বেশি ছিল। তিনি বলেন, “১৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে, আরও ১৬টি ইউনিট ঘটনাস্থলের পথে রয়েছে।”
অগ্নিনির্বাপণে বাংলাদেশ ফায়ার সার্ভিসের পাশাপাশি বিমান বাহিনী ও নৌবাহিনীর সদস্যরাও অংশ নেয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, সিভিল এভিয়েশন, ফায়ার সার্ভিস ও বিমান বাহিনীর ফায়ার ইউনিট যৌথভাবে আগুন নিয়ন্ত্রণে আনে।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, কার্গো ভিলেজের ওই অংশে মূলত আমদানি করা পণ্য রাখা হয়। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে বা ক্ষয়ক্ষতির পরিমাণ কত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এক কর্মকর্তা বলেন, “আগুনের উৎপত্তিস্থল ও ক্ষতির পরিমাণ জানতে তদন্ত কমিটি গঠন করা হবে। সব কিছু নিয়ন্ত্রণে এলে বিস্তারিত জানানো হবে।”
বিমানবন্দর কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে, অগ্নিকাণ্ডের ঘটনায় বিমানবন্দরের মূল কার্যক্রমে কোনো প্রভাব পড়েনি। অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক সব ফ্লাইট স্বাভাবিকভাবে চলছে।
বিমানবন্দর কর্তৃপক্ষ যাত্রী ও কর্মীদের নিরাপদে থাকতে এবং গুজব না ছড়ানোর আহ্বান জানিয়েছে।
আগুন পুরোপুরি নির্বাপণের পর ক্ষয়ক্ষতির বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
মন্তব্য করুন