logo
  • শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ৩ কার্তিক ১৪৩২

গাজায় ইসরাইলি হামলায় সাত শিশু এবং তিন নারীসহ নিহত মোট ১১ 

অনলাইন ডেস্ক
  ১৮ অক্টোবর ২০২৫, ১৮:০৪
ছবি: ইন্টারনেট

গাজায় যুদ্ধবিরতি চলাকালেই নতুন করে রক্তাক্ত সহিংসতা ঘটেছে। ইসরাইলি বাহিনীর হামলায় একই পরিবারের ১১ জন নিহত হয়েছে। এটি গত আট দিনের যুদ্ধবিরতি লঙ্ঘনের সবচেয়ে প্রাণঘাতী ঘটনা।

শুক্রবার সন্ধ্যায় গাজার জেইতাউন এলাকায় একটি বেসামরিক গাড়িকে লক্ষ্য করে ট্যাংক শেল নিক্ষেপ করে ইসরাইলি বাহিনী। গাড়িটিতে ছিল আবু শাবান পরিবারের সদস্যরা। গাজার সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল নিশ্চিত করেছেন, নিহতদের মধ্যে সাত শিশু ও তিন নারী রয়েছে। তারা নিজেদের বাড়ির পথে ছিলেন, ঠিক তখনই এ হামলার শিকার হন।

মাহমুদ বাসাল বলেন, “তাদের থামানো বা সতর্ক করার আরও অনেক উপায় ছিল। কিন্তু দখলদার বাহিনী এখনও রক্তের নেশায় বেসামরিক নাগরিকদের টার্গেট করছে।”

হামাস এই ঘটনাকে “নির্মম হত্যাযজ্ঞ” হিসেবে আখ্যা দিয়েছে এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ মধ্যস্থতাকারীদের যুদ্ধবিরতি চুক্তি সম্মান করাতে ইসরাইলের ওপর চাপ প্রয়োগের আহ্বান জানিয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
12