এভারেস্টের প্রথম অভিযানের সহযাত্রী কাঞ্চা শেরপা প্রয়াত

বিশ্বের সর্বোচ্চ পর্বত মাউন্ট এভারেস্ট-এর প্রথম অভিযানের সহযাত্রী কাঞ্চা শেরপা আর নেই। স্থানীয় সময় বৃহস্পতিবার (১৬ অক্টোবর) কাঠমান্ডুর কাপান এলাকায় নিজ বাড়িতে ৯২ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। শুক্রবার এই তথ্য নিশ্চিত করে আল জাজিরা।
কাঞ্চার মৃত্যুতে নেপালের মাউন্টেনিয়ারিং অ্যাসোসিয়েশন শোক প্রকাশ করেছে। তারা তাকে ঐতিহাসিক ও কিংবদন্তি ব্যক্তি হিসেবে অভিহিত করেছেন। অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ফুর গেলজে বলেন, “কাঞ্চা শেরপার মৃত্যু আমাদের জন্য গভীর শোকের। তার অনুপস্থিতি এক অপূরণীয় ক্ষতি।”
কাঞ্চা শেরপা ১৯৫৩ সালে তেনজিং নোরগে ও এডমুন্ড হিলারির সঙ্গে এভারেস্ট চূড়ায় পৌঁছানোর অভিযানে অংশ নেন। তবে সেই অভিযানের পর স্ত্রী অনুরোধে তিনি আর হিমালয়ের চূড়ায় ওঠেননি।
তেওঁ ১৯৩৩ সালে নামচে গ্রামে জন্মগ্রহণ করেন। শেরপা সম্প্রদায়ের বেশিরভাগ মানুষ তখন কৃষিকাজ করলেও পরবর্তীতে তারা পর্বতারোহণের গাইড হিসেবে খ্যাতি অর্জন করে। শৈশব ও যৌবনে তিনি তিব্বতে আলু ব্যবসা করতেন এবং পরে ভারতের দার্জিলিংয়ে প্রশিক্ষণ নিয়ে বিদেশি পর্বতারোহীদের সঙ্গে কাজ শুরু করেন।
কাঞ্চার বাবা এবং তেনজিং নোরগের বন্ধুত্বের কারণে তিনি তেনজিং ও হিলারির পোর্টার হিসেবে কাজ করার সুযোগ পান। ১৯৫৩ সালের অভিযানের পরও তিনি আরও দুই দশক হিমালয়ে কাজ চালিয়ে যান। কিন্তু অনেক বন্ধু পর্বতারোহণের সময় মৃত্যুবরণ করার কারণে স্ত্রী তাকে এই বিপজ্জনক কাজ থেকে বিরত রাখেন। কাঞ্চা নিজে কখনও এভারেস্ট চূড়ায় ওঠেননি। ২০২৪ সালের সাক্ষাৎকারে তিনি জানান, তার সন্তানদেরও পর্বতারোহী হওয়ার অনুমতি দেননি।
মন্তব্য করুন