রাশমিকা-আয়ুষ্মানের চুম্বন দৃশ্য কেটে নতুন রূপে মুক্তি পাচ্ছে হরর-কমেডি ‘থাম্মা’

ম্যাডক ফিল্মসের হরর-কমেডি ইউনিভার্সের নতুন ছবি ‘থাম্মা’ দেওয়ালি উপলক্ষে ২১ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। সম্প্রতি জানা গেছে, ছবির কিছু অংশে চুম্বন দৃশ্যসহ কয়েকটি সংলাপ ও ভিজ্যুয়াল পরিবর্তনের নির্দেশ দিয়েছে সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন (CBFC)।
CBFC নির্দেশ দিয়েছে, ছবির তিনটি সংলাপে অডিও কেটে দিতে হবে এবং একটি ভিজ্যুয়াল পরিবর্তন করতে হবে। উদাহরণস্বরূপ, ‘আলেক্সান্ডার’ শব্দটি ‘সিকান্দার’ দিয়ে প্রতিস্থাপিত হয়েছে, অন্য একটি সংলাপে ‘অশ্বত্থামা’ শব্দ মিউট করা হয়েছে, এবং খুনের দৃশ্যে রক্ত পান করার সময়ের শব্দ কমানো হয়েছে। তবে সর্বাধিক আলোচনা তৈরি হয়েছে রাশমিকা মান্দানা ও আয়ুষ্মান খুরানার চুম্বন দৃশ্য নিয়ে। ছবির দ্বিতীয়ার্ধে থাকা এই দৃশ্যটি ৩০ শতাংশ কমিয়ে মাত্র ৫ সেকেন্ড করার নির্দেশ দেওয়া হয়েছে।
ভারতে চুম্বন দৃশ্যে কাঁচি কাটার ঘটনা নতুন নয়। চলতি মাসে মুক্তি পাওয়া ‘সানি কি সংস্কারি তুলসি কুমারি’-তে চুম্বনের দৃশ্য ৬০ শতাংশ কমানো হয়েছিল, আর ‘সাইয়ারা’-তে ১০ সেকেন্ডের অন্তরঙ্গ দৃশ্য মুছে দেওয়া হয়েছিল। কাট প্রক্রিয়া শেষে ১৫ অক্টোবর প্রযোজকদের হাতে সেন্সর সার্টিফিকেট হস্তান্তর করা হয়। সিনেমাটি U/A 16+ রেটিংসহ অনুমোদিত হয়েছে এবং মোট দৈর্ঘ্য ২ ঘণ্টা ২৯ মিনিট ৫৯ সেকেন্ড।
আদিত্য সরপতদার পরিচালিত ‘থাম্মা’-তে অভিনয় করেছেন আয়ুষ্মান খুরানা, রাশমিকা মান্দানা, নওয়াজুদ্দিন সিদ্দিকী ও পরেশ রাওয়াল। আয়ুষ্মান ভ্যারাইটিকে জানান, সিনেমাটি ভারতীয় পুরাণ ও কিংবদন্তি থেকে অনুপ্রাণিত। তিনি বলেন, “আমরা প্রায়ই পশ্চিমা ধারণার দিকে তাকাই, অথচ অনেক মূল ধারণা আমাদের নিজেদের সংস্কৃতিতে বিদ্যমান।” আয়ুষ্মান বলেন, এটি তার প্রথম প্রকৃত ফ্যান্টাসি প্রজেক্ট, যেখানে তিনি একটি বেতাল চরিত্রে অভিনয় করেছেন। এটি কমেডি ও রোমান্স-অ্যাকশন মিশ্রিত, হরর নয়।
দক্ষিণী অভিনেত্রী রাশমিকা মান্দানাও সিনেমার গল্প শুনে এই ইউনিভার্সের অংশ হতে উদ্দীপ্ত ছিলেন। তিনি বলেন, চরিত্রগুলো সম্পূর্ণভাবে ভারতীয় সংস্কৃতির সঙ্গে সম্পর্কিত।
নওয়াজুদ্দিন সিদ্দিকী ‘থাম্মা’-তে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। তিনি ভ্যারাইটিকে জানান, এটি তার জন্য নতুন ধরনের অভিজ্ঞতা এবং কমফোর্ট জোনের বাইরে একটি চ্যালেঞ্জ। প্রযোজক দিনেশ বিজন তার অভিনয়ের প্রশংসা করে বলেন, “নওয়াজ যক্ষসানের চরিত্রে মানবিকতা ফুটিয়ে তুলেছেন।” তিনি আরও বলেন, “‘থাম্মা’ আমাদের হরর ইউনিভার্সের মধ্যে সবচেয়ে মানবিক সিনেমা। এটি পুরো পরিবার নিয়ে দেখা যাবে, মজার এবং সূক্ষ্ম সামাজিক বার্তা বয়ে আনে। প্রতিটি সিনেমা আলাদা অনুভূতি দেয়।”
মন্তব্য করুন