logo
  • শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ৩ কার্তিক ১৪৩২

টানা ৭ ম্যাচে অলআউট, ৫০ ওভার খেলতেই পারছে না বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক

  ১৮ অক্টোবর ২০২৫, ১৭:৫৯

বাংলাদেশ ওয়ানডে ক্রিকেটে এখন যেন এক গভীর সংকটে। টানা সাত ম্যাচে অলআউট হয়েছে দল। ফেব্রুয়ারির পর থেকে একবারও পুরো ৫০ ওভার ব্যাট করতে পারেনি বাংলাদেশ। ব্যাটিং ব্যর্থতা যেন এখন নিত্যদিনের গল্প।

মেহেদী হাসান মিরাজের কথাতেই ফুটে উঠেছে বাস্তবতা, “পুরো ৫০ ওভার খেলতে হবে আমাদের।” কিন্তু সেই ইচ্ছা মাঠে রূপ নিচ্ছে না। আফগানিস্তানের কাছে ধবলধোলাই হওয়ার পর নতুন সিরিজেও একই গল্প।

সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচে ৪৯.৪ ওভারে ২০৭ রানে গুটিয়ে যায় বাংলাদেশ, যেখানে শুরুতেই ৮ রানে ২ উইকেট পড়ে যায়। তার আগের আফগানিস্তানের বিপক্ষে দুই ম্যাচে ২৭.১ ও ২৮.৩ ওভারে যথাক্রমে ৯৩ ও ১০৯ রানে অলআউট হওয়া ব্যাটিং ব্যর্থতার চিত্র আরো স্পষ্ট করে।

আফগানিস্তানের সঙ্গে সিরিজ হার হয় ধবলধোলাইয়ে, যেখানে মিডল অর্ডারে একমাত্র উল্লেখযোগ্য জুটি ছিল হৃদয়–মিরাজের। এরপর শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজেও ২-১ ব্যবধানে হারতে হয়, যেখানে টপ অর্ডারের ভেতর ভেঙে পড়ার ধারা অব্যাহত ছিল। সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজের আগের সিরিজেও ৩–০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়ে ধারাবাহিক ব্যর্থতার শুরু ঘটে বাংলাদেশ শিবিরে।

সাম্প্রতিক ১০ ওয়ানডেতে মাত্র দুটি ম্যাচে অলআউট না হওয়াই প্রমাণ করে ব্যাটিং বিপর্যয় কতটা গভীর। দুই ম্যাচে বাংলাদেশ ৩০ ওভারের আগেই অলআউট হয়েছে। সাত বছরে এমন লজ্জাজনক দৃশ্য আর দেখা যায়নি। বিশেষ করে মিডল অর্ডার যেন কঙ্কালসার হয়ে পড়েছে।

মুশফিকুর রহিমের অবসরের পর থেকে কেউই আর ভরসা দিতে পারছেন না। নেতৃত্বেও নেই আশার আলো; মেহেদী হাসান মিরাজ অধিনায়ক হিসেবে ১০ ম্যাচে পেয়েছেন মাত্র এক জয়।

প্রতিপক্ষ যেই হোক, ব্যর্থতা একই। লড়াই করার আগেই ব্যাটিং ধসে পড়ে দল। আফগানিস্তানের বিপক্ষে ২০০ রানের বড় ব্যবধানে হারই দেখিয়ে দেয় যে ব্যাটিং সংকট এখন ভয়াবহ রূপ নিয়েছে।

শেষ ১৬ ম্যাচে বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে একমাত্র তাওহিদ হৃদয় পেয়েছেন সেঞ্চুরি, সেটিও হারা ম্যাচে। পরিসংখ্যানই বলছে, ব্যাটারদের ধৈর্য, পরিকল্পনা আর মানসিক দৃঢ়তা সবই কমে গেছে।

পরিস্থিতি এতটাই খারাপ যে, বাংলাদেশের ব্যাটাররা এখন ২৭–২৮ ওভারে অলআউট হয়ে যাচ্ছে। টানা চার ওয়ানডে সিরিজে পরাজয়ের পর বিশ্বকাপের যোগ্যতা নিয়েও তৈরি হয়েছে শঙ্কা। আইসিসির নিয়ম অনুযায়ী, ২০২৭ সালের মার্চের মধ্যে শীর্ষ নয় দলে থাকতে না পারলে সরাসরি বিশ্বকাপে খেলা যাবে না।

একসময় যে বাংলাদেশ ছিল ওয়ানডের অন্যতম চ্যালেঞ্জিং দল, এখন তারা যেন ফিরে গেছে বিশ বছর পেছনে। জিততে ভুলে যাওয়া বাংলাদেশকে আবারও লড়াই শিখতে হবে, এই সত্যই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
12