logo
  • রোববার, ১৯ অক্টোবর ২০২৫, ৪ কার্তিক ১৪৩২

চট্টগ্রাম বন্দরে জাহাজ ডুবির ঘটনা: ১২০০ টন পণ্য ক্ষতিগ্রস্ত

অনলাইন ডেস্ক
  ১৮ অক্টোবর ২০২৫, ২২:৫১
ছবি: ইন্টারনেট

চট্টগ্রাম বন্দরের বঙ্গোপসাগর ও কর্ণফুলী নদীর মোহনায় এক জাহাজ ডুবির ঘটনা ঘটেছে। শুক্রবার রাতে যান্ত্রিক ত্রুটির কারণে এমভি জায়ান নামে একটি লাইটারেজ জাহাজ দুর্ঘটনার শিকার হয় এবং শনিবার সকালে এটি পতেঙ্গা সমুদ্রসৈকতের কাছাকাছি স্থানে ডুবে যায়।

জাহাজটি চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর থেকে ১২০০ টন সিরামিক শিল্পের কাঁচামাল (বল ক্লে) নিয়ে ঢাকা উদ্দেশ্যে রওনা দিয়েছিল। তবে মাঝপথে যান্ত্রিক ত্রুটির কারণে এটি ডুবে যায়, ফলে পুরো পণ্য নষ্ট হয়ে গেছে।

বন্দরের সচিব ওমর ফারুক জানান, ডুবে যাওয়ার পরও বন্দর চ্যানেলে অন্য জাহাজ চলাচলে কোনো ধরনের সমস্যা হয়নি।

জাহাজটির মালিক সংস্থা জায়ান শিপিং লাইন্সের অপারেশন অফিসার কাজী মোহাম্মদ শিবলু জানান, শুক্রবার রাত ৮টার দিকে জাহাজের স্টিয়ারিং ও ইঞ্জিনে ত্রুটি দেখা দেয়, যা পরবর্তীতে জাহাজটি স্থির অবস্থায় রাখে। সকালে তীরের দিকে নিয়ে আসার সময় এটি ডুবে যায়। দুর্ঘটনায় থাকা ১৩ নাবিকের কেউ আহত হয়নি, তারা নিরাপদে আছেন।

লাইটারেজ শ্রমিক ইউনিয়নের সচিব এম এ রনি জানান, জাহাজটি নেভাল একাডেমির কাছাকাছি আসার পর চরে আটকে তলা ফেটে যায় এবং এতে পানি প্রবাহিত হয়ে প্রায় ৯০ শতাংশ ডুবে যায়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
12