logo
  • রোববার, ১৯ অক্টোবর ২০২৫, ৪ কার্তিক ১৪৩২

ইকসুসহ ১৫ দফা দ্রুত বাস্তবায়নের দাবিতে ইবি সংস্কার আন্দোলনের অবস্থান কর্মসূচি

ইবি প্রতিবেদক

  ১৮ অক্টোবর ২০২৫, ২১:৩৩
জাগতিক

,

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী সাজিদ হত্যার বিচার ও ইকসু গঠনের পূর্ণাঙ্গ রোডম্যাপসহ ১৫ দফা দ্রুত বাস্তবায়নের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। শনিবার (১৮ অক্টোবর) বেলা সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন চত্বরে বিশ্ববিদ্যালয় সংস্কার আন্দোলনের ব্যানারে এ কর্মসূচি করে তারা।

কর্মসূচিতে শিক্ষার্থীরা বলেন, “বিশ্ববিদ্যালয় প্রশাসনের এক বছর হলেও মৌলিক কোনো সংস্কার হয়নি। আমরা প্রশাসনকে ১৫টি দাবি দিয়েছি, সেগুলোও বাস্তবায়ন করছে না। আমরা ক্যাম্পাসে নিরাপত্তাহীনতায় ভুগছি। প্রশাসন এখনো সাজিদ হত্যার বিচার করতে পারেনি। ক্যাম্পাসে বহিরাগত নিষিদ্ধ করলেও শিক্ষার্থীদের আইডি কার্ড দিতে পারেনি। মেডিক্যাল সেন্টারে শিক্ষার্থীরা কোনো সেবা পাচ্ছে না। ফিটনেসবিহীন বাস দিয়ে চলছে পরিবহন সেবা। এখনো বিভিন্ন ফি অ্যানালগ পদ্ধতিতে প্রদান করতে হয়। বিশ্ববিদ্যালয়ের একটি অকেজো ওয়েবসাইট রয়েছে। সেখানে কোনো তথ্য নেই। এসব নিয়ে প্রশাসনের একেকজন একেক কথা বলে। আমরা চাই বিশ্ববিদ্যালয় প্রশাসন অতিদ্রুত কার্যকর ব্যবস্থা নিবে। অন্যথায় আমরা কঠোর আন্দোলনে যাবো।”

সংগঠনটির মুখপাত্র খন্দকার আবু সায়েম বলেন, “ইবিতে আন্দোলন ছাড়া কোনো দাবি বাস্তবায়ন হচ্ছে না। প্রশাসন ১৫ অক্টোবরের মধ্যে ইকসুর গঠনতন্ত্র দেওয়ার কথা বললেও এখনো তা দিতে পারেনি। আমরা অনেক আগেই ১৫ দফা দিয়েছি কিন্তু তার একটি দাবিও বাস্তবায়ন হয়নি। আমরা চাই প্রশাসন আগামী ৭ কার্যদিবসের মধ্যে ইকসু গঠনে দৃশ্যমান পদক্ষেপ নেবে। কোনো তালবাহানা দেখতে চাই না।”

সংগঠনটির সদস্য শিক্ষার্থী রাহাত আব্দুল্লাহ বলেন, “আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের এক বছরের কাজের উপরে একটি জরিপ করেছি। কিন্তু প্রশাসন সেখানে ফেইল করেছে। শিক্ষার্থীরা তাদের উপরে আস্থা রাখতে পারেনি। আমরা কয়েকমাস আগেই প্রশাসনকে কিছু যৌক্তিক দাবি দিয়েছি। কিন্তু তা এখনো বাস্তবায়ন হয়নি। সকল দাবি বাস্তবায়ন করে আমরা একটি আধুনিক বিশ্ববিদ্যালয় দেখতে চাই। আমরা চাই প্রশাসন অতি দ্রুত আমাদের দাবি মেনে নিয়ে শিক্ষার্থীদের কাতারে আসবে। বিশ্ববিদ্যালয় যতক্ষণ শিক্ষার্থীবান্ধব না হবে আমরা লড়াই চালিয়ে যাবো।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
12