সাভারে বিইউপি'র শিক্ষার্থীকে দলবদ্ধ ধর্ষণ, তিন দিনেও গ্রেপ্তার হয়নি কেউ

ঢাকার সাভারে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)-এর এক ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে। গত বুধবার টিউশন শেষে বাসায় ফেরার পথে তিনি এই পাশবিকতার শিকার হন। ঘটনার তিন দিন পেরিয়ে গেলেও পুলিশ এখনো কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ তৈরি হয়েছে। অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে এলাকাবাসী বিক্ষোভ ও মানববন্ধন করেছে।
গত বুধবার (১৫ অক্টোবর) বিকেলে ভুক্তভোগী শিক্ষার্থী (২২) প্রাইভেট পড়িয়ে হেঁটে বাসায় ফিরছিলেন। এসময় সাভারের বিরুলিয়া ইউনিয়নের কমলাপুর গোয়ালপাড়া এলাকায় সোহেল রোজারিও, বিপ্লব রোজারিও এবং মিঠু রোজারিও নামে তিন যুবক তার পথ রোধ করে। স্থানীয়দের অভিযোগ, অভিযুক্তরা এলাকার চিহ্নিত মাদকাসক্ত। তারা ওই শিক্ষার্থীকে জোর করে পাশের একটি জঙ্গলে নিয়ে গিয়ে দলবদ্ধভাবে ধর্ষণ করে।
প্রথমে সম্মানহানির কথা ভেবে ওই শিক্ষার্থী ঘটনাটি কাউকে জানাননি। কিন্তু বিষয়টি স্থানীয়ভাবে জানাজানি হলে তিনি পরিবারের সদস্যদের নিয়ে সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করেন।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল মিঞা জানান, ভুক্তভোগী ছাত্রীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্তরা তাদের পরিবারসহ পলাতক রয়েছে। তাদের গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত আছে।
ধর্ষকদের গ্রেপ্তারের দাবিতে শুক্রবার জুমার নামাজের পর বিরুলিয়া উলামা ও ইমাম পরিষদের ব্যানারে কমলাপুর বাজারে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। অংশগ্রহণকারীরা আসামিদের গ্রেপ্তারের জন্য পুলিশকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন।
এদিকে, অভিযুক্তরা ভিন্ন ধর্মাবলম্বী হওয়ায় এলাকায় যেন কোনো অপ্রীতিকর পরিস্থিতি বা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট না হয়, সেজন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে ওসি জানিয়েছেন।
স্থানীয়দের মতে, অপরাধীরা যেই হোক, তাদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্ত স্থাপন করলেই কেবল সমাজে নিরাপত্তা ফিরিয়ে আনা সম্ভব।
মন্তব্য করুন