পরমাণু চুক্তির মেয়াদ শেষে পারমাণবিক কর্মসূচির উপর নিষেধাজ্ঞা 'সমাপ্ত' বলছে ইরান

দশ বছরব্যাপী ঐতিহাসিক পরমাণু চুক্তির মেয়াদ সমাপ্ত হওয়ায় পশ্চিমা দেশগুলোর সাথে চুক্তির সব শর্ত থেকে মুক্ত হলো ইরান। শনিবার (১৮ অক্টোবর) এ ঘোষণা দেয় তেহরান।
ইরান দাবি করেছে যে তাদের পরমাণু কর্মসূচির উপর আর কোনো বিধিনিষেধ প্রযোজ্য হবে না, কারণ পশ্চিমা শক্তিবর্গের সাথে স্বাক্ষরিত ঐতিহাসিক ১০ বছরব্যাপী পরমাণু চুক্তির মেয়াদ শেষ হয়ে গেছে। তবে তেহরান একইসাথে "কূটনীতির প্রতি তাদের অঙ্গীকার" পুনর্ব্যক্ত করেছে।
পররাষ্ট্র মন্ত্রণায় শনিবার এক বিবৃতিতে বলেছে, "২০১৫ সালের চুক্তির সব ধারা, যার মধ্যে ইরানের পরমাণু কর্মসূচির উপর বিধিনিষেধ এবং সংশ্লিষ্ট প্রক্রিয়াগুলো অন্তর্ভুক্ত, সেগুলোকে এখন সমাপ্ত বলে গণ্য করা হবে।"
উক্ত চুক্তিটির "সমাপ্তি দিবস" নির্ধারণ করা হয়েছিল জাতিসংঘ নিরাপত্তা পরিষদে গৃহীত ২২৩১ নম্বর প্রস্তাব গ্রহণের ঠিক ১০ বছর পর। জয়েন্ট কম্প্রিহেনসিভ প্ল্যান অফ অ্যাকশন (জেসিপিওএ) নামে পরিচিত এই চুক্তি স্বাক্ষর করেছিল ইরান, চীন, ফ্রান্স, জার্মানি, রাশিয়া, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের মধ্যে। এই চুক্তির মাধ্যমে ইরানের পরমাণু কর্মসূচিতে বিধিনিষেধের বিনিময়ে দেশটির বিরুদ্ধে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছিল।
কিন্তু ২০১৮ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমলে ওয়াশিংটন একতরফাভাবে চুক্তি থেকে সরে আসে এবং নিষেধাজ্ঞা পুনর্বহাল করে। এর জবাবে তেহরান তাদের পরমাণু কর্মসূচি বাড়ানো শুরু করে। চুক্তি পুনরুজ্জীবিত করার আলোচনা এপর্যন্ত ব্যর্থ হয়েছে এবং গত আগস্টে যুক্তরাজ্য, জার্মানি ও ফ্রান্স তথাকথিত "স্ন্যাপব্যাক" প্রক্রিয়া শুরু করে, যার ফলে জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহাল হয়।
আর্মস কন্ট্রোল অ্যাসোসিয়েশনের বিশেষজ্ঞ কেলসি ড্যাভেনপোর্ট এএফপিকে বলেছেন, "স্ন্যাপব্যাকের কারণে সমাপ্তি দিবসটি তুলনামূলকভাবে অর্থহীন।" ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের ইরান প্রকল্প পরিচালক আলি ভায়েজ এএফপিকে বলেন যে যদিও পরমাণু চুক্তিটি বছরজুড়ে "নিষ্প্রাণ" ছিল, স্ন্যাপব্যাক প্রক্রিয়া "আনুষ্ঠানিকভাবে চুক্তিকে সমাধিস্থ করেছে", এবং "এর দুঃখজনক পরিণতি ভবিষ্যতে ছায়া ফেলে চলবে।"
পশ্চিমা শক্তিবর্গ ও ইসরাইল দীর্ঘদিন ধরে ইরানের বিরুদ্ধে পরমাণু অস্ত্র অর্জনের চেষ্টার অভিযোগ এনেছে, যা তেহরান অস্বীকার করে আসছে। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা বা আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) এই বছর ইরানের পরমাণু অস্ত্র অর্জনের কোনো প্রমাণ খুঁজে পায়নি বলে জানিয়েছে।
মন্তব্য করুন