logo
  • মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ৩০ আশ্বিন ১৪৩২

হোয়াইটওয়াশ এড়াতে লড়াই আজ বাংলাদেশের

অনলাইন ডেস্ক
  ১৪ অক্টোবর ২০২৫, ১৩:৫৮

আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ইতিমধ্যেই হাতছাড়া হয়েছে বাংলাদেশের। এবার লক্ষ্য একটাই—শেষ ম্যাচে জিতে হোয়াইটওয়াশের লজ্জা এড়ানো। আজ আবুধাবিতে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে আফগানদের মুখোমুখি হবে মেহেদী হাসান মিরাজের দল।

প্রথম দুই ম্যাচে ব্যাটিং ব্যর্থতাই মূল ভরাডুবির কারণ। বিশেষ করে আফগান লেগ স্পিনার রশিদ খানের ঘূর্ণি সামলাতে হিমশিম খেয়েছেন বাংলাদেশের ব্যাটাররা। দুই ম্যাচ মিলিয়ে রশিদের শিকার হয়েছেন আটজন টাইগার ব্যাটার। তাই সান্ত্বনার জয় পেতে একাদশে আসতে পারে একাধিক পরিবর্তন।

টিম ম্যানেজমেন্ট সূত্রে জানা গেছে, ধারাবাহিক ব্যর্থতার কারণে ওপেনার তানজিদ হাসান তামিমের পরিবর্তে আজ সুযোগ পেতে পারেন মোহাম্মদ নাঈম শেখ। মিডল অর্ডারে জাকের আলীর জায়গায় দেখা যেতে পারে শামীম হোসেন পাটোয়ারীকে। পেস বিভাগেও পরিবর্তনের সম্ভাবনা আছে—তানজিম হাসান সাকিবের জায়গায় অভিষেক হতে পারে তরুণ নাহিদ রানার।

দলের সবচেয়ে বড় চিন্তা ব্যাটিং নিয়েই। আবুধাবির ধীরগতির উইকেটে বাউন্ডারি বের করা কঠিন, তার ওপর রশিদ খানের স্পিনে বারবার বিপাকে পড়ছেন ব্যাটাররা। স্পিন কোচ মুশতাক আহমেদ জানিয়েছেন, রশিদের নামের ভয় না পেয়ে তার বলের ধরন বুঝে খেলার নির্দেশ দেওয়া হয়েছে খেলোয়াড়দের।

যদিও সিরিজ ফল নির্ধারিত, তবুও এই ম্যাচ বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। আফগানিস্তানের বিপক্ষে কখনও ওয়ানডেতে হোয়াইটওয়াশ না হওয়ার রেকর্ড ধরে রাখার পাশাপাশি র‌্যাঙ্কিং পয়েন্ট বাঁচাতেও আজ মরিয়া মিরাজ বাহিনী। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ:
মোহাম্মদ নাঈম শেখ, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), শামীম হোসেন পাটোয়ারী, রিশাদ হোসেন, নাহিদ রানা, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আরও পড়ুন
পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার ওয়াজির মোহাম্মদ আর নেই
২০ বছর পর ঢাকায় বাংলাদেশ-পাকিস্তান জেইসি বৈঠক, আসছেন পাকিস্তানের অর্থমন্ত্রী আহাদ খান চিমা
“আমরা বিশ্বাস করি বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ। জাতি হিসেবে আমরা সেই পরিচয়কে ধরে রাখতে চাই।”
পাঁচ দফা দাবিতে ঢাকাজুড়ে মানববন্ধনের ঘোষণা দিল জামায়াত ও চরমোনাই পীর
12