logo
  • মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ৩০ আশ্বিন ১৪৩২

পাঁচ দফা দাবিতে ঢাকাজুড়ে মানববন্ধনের ঘোষণা দিল জামায়াত ও চরমোনাই পীর

অনলাইন ডেস্ক
  ১৩ অক্টোবর ২০২৫, ১৩:০৪
জাগতিক

নির্বাচনের আগে গণভোটসহ পাঁচ দফা দাবিতে আগামী মঙ্গলবার ঢাকাজুড়ে মানববন্ধনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ সাতটি দল।

রোববার এক যৌথ বিবৃতিতে এই কর্মসূচি ঘোষণা করে দলগুলো। মানববন্ধনটি সায়েদাবাদ থেকে গাবতলী পর্যন্ত প্রায় ১৪ কিলোমিটার জুড়ে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে জামায়াত।

দলগুলোর দাবির মধ্যে রয়েছে—সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতি অন্তর্ভুক্ত করে নির্বাচন ব্যবস্থা সংস্কার, নির্বাচনের আগে গণভোট আয়োজন, আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলোর কার্যক্রম নিষিদ্ধকরণসহ আরও কয়েকটি রাজনৈতিক সংস্কার প্রস্তাব।

জামায়াত, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস ও জাগপা সংসদের উভয়কক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচন চায়। অন্যদিকে বাংলাদেশ খেলাফতসহ বাকি দলগুলো শুধু সংসদের উচ্চকক্ষে এ পদ্ধতি চায়।

ঘোষণা অনুযায়ী, ১৪ অক্টোবর রাজধানীর পাশাপাশি বিভাগীয় শহরগুলোতেও একই কর্মসূচি পালন করা হবে। পরদিন ১৫ অক্টোবর বুধবার সব জেলা শহরে মানববন্ধন অনুষ্ঠিত হবে।

জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, “জনগণের মতামতকে সম্মান জানিয়ে সরকারকে অবিলম্বে আমাদের পাঁচ দফা দাবি মেনে নিতে হবে। অন্যথায় জনগণ রাজপথ ছাড়বে না।”

ইসলামী আন্দোলনের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান বলেন, “গণমিছিল ও স্মারকলিপি দেওয়ার পরও সরকার কোনো ইতিবাচক সাড়া দেয়নি। তাই ১৪ অক্টোবর ঢাকায় ও ১৫ অক্টোবর সারাদেশে মানববন্ধন কর্মসূচি পালন করা হবে।”

এদিকে, মাওলানা মামুনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ খেলাফত মজলিস সোমবার একই দাবিতে আলাদা কর্মসূচি ঘোষণা করবে বলে জানিয়েছে। আজ সাতটি দলই সারাদেশের ৬৪ জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দিয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আরও পড়ুন
শেখ হাসিনাকে নির্বাচনে অযোগ্য ঘোষণা, আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্ত শুরু
আওয়ামী লীগ হিন্দু ধর্মালম্বীদের ভোট ব্যাংক বানিয়ে ব্যবহার করতো
একজন উপদেষ্টাকে আওয়ামী লীগের প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া যেতে পারে
আপনার আশপাশ থেকে আওয়ামী লীগের লোক সরান, সারজিসকে যুবদল নেতা
12