logo
  • বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ৩১ আশ্বিন ১৪৩২

মাদ্রাসা ক্রিকেট চালু করবে বিসিবি

অনলাইন ডেস্ক
  ০৮ অক্টোবর ২০২৫, ১২:৪৭

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন কমিটি দায়িত্ব নিয়েছে। দায়িত্ব নেয়ার প্রথম দিনেই বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। এবার মাদ্রাসা শিক্ষার্থীদের ক্রিকেটের মূলধারায় আনার উদ্যোগ নেয়া হচ্ছে। স্কুল পর্যায়ে দীর্ঘদিন ধরে ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনের পর এবার আলাদা করে ‘মাদ্রাসা ক্রিকেট’ চালুর চিন্তাভাবনা করছে বোর্ড।

মঙ্গলবার (৭ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীতে একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন বিসিবির নবনির্বাচিত সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। সেখানে তিনি দেশের মাদ্রাসাগুলোতে ক্রিকেট বিস্তারের পরিকল্পনার কথা জানান।

বিসিবি সভাপতি বলেন, মাদ্রাসায় লাখ লাখ ছাত্র আছে। সেখান থেকেও ক্রিকেটার উঠে আসতে পারে, সেই লক্ষ্যে আমরা ব্যবস্থা নিচ্ছি।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে ছোট ফরম্যাটে মাদ্রাসাভিত্তিক ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনের চিন্তাভাবনা করা হচ্ছে। এ বিষয়ে বিস্তারিত আলোচনা এখনো হয়নি, তবে পরিকল্পনা বাস্তবায়নের জন্য কাজ শুরু করবে বিসিবি।

সূত্র মতে, আপাতত ১০ ওভারের একটি ফরম্যাটে মাদ্রাসা ক্রিকেট শুরু করার কথা ভাবছে বোর্ড। দিনের শেষে, বিশেষ করে মাগরিবের নামাজের আগে সময়টুকু বিবেচনায় নিয়ে এই আসর আয়োজন করা হতে পারে বলে প্রাথমিক ধারণা দেওয়া হয়েছে।

স্কুল ও কলেজ পর্যায়ে ক্রিকেট ছড়িয়ে দেওয়ার পাশাপাশি এবার মাদ্রাসাভিত্তিক ক্রিকেট চালু হলে দেশের প্রত্যন্ত অঞ্চলের ক্রিকেট প্রতিভা উঠে আসার নতুন এক সুযোগ তৈরি হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এর আগে, মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে অনুষ্ঠিত প্রথম বোর্ড সভায় নবনির্বাচিত পরিচালকদের মধ্য থেকে ২৩টি স্ট্যান্ডিং কমিটির প্রধান মনোনীত করা হয়। পরে সন্ধ্যায় অনুষ্ঠানে এই সিদ্ধান্তের কথা জানায় বোর্ড।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আরও পড়ুন
ছেলেদের সমান ভাতা ও ট্যুর ফি পাবেন বাংলাদেশ নারী ক্রিকেটাররা
২০০ রানের পরাজয়ে বিধ্বস্ত টাইগাররা, সিরিজে হোয়াইটওয়াশ!
পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার ওয়াজির মোহাম্মদ আর নেই
হোয়াইটওয়াশ এড়াতে লড়াই আজ বাংলাদেশের
12