একজন বিরোধী দলের নেতা সরকারকে ব্ল্যাকমেইল করতে চাইছে : শামসুজ্জামান দুদু

আজ (১৫ অক্টোবর) প্রেসক্লাবে দেশ বাচাও, মানুষ বাচাও আন্দোলনে যোগ দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন “যেমন একজন বিরোধী দলের নেতা সরকারকে ব্ল্যাকমেইল করতে চাইছে নাকি কোন ঠাসা করতে চাইছে আমি জানি নিা। তারা সরকারের অভ্যন্তরীণ কিছু কথা উল্লেখ করে বলেছেন প্রয়োজনে তা ফাঁস করবেন। এটা খুবই মর্মান্তিক এবং সরকারের জন্য শুভ কিছু বয়ে আনবে না।” তিনি বলেন “কোন রাজনৈতিক দলের কাজ না সরকারের অভ্যন্তরে লোক নিয়োগ করা ব্ল্যাকমেলিং করার কথা বলা। গণতন্ত্রের জন্য আইনের শাসনের বিরুদ্ধে এটা পানিশমেন্ট যোগ্য ও বেআইনি। সরকারকে ব্ল্যাকমেইলিং করে যারা সুবিধা নেয়ার চেষ্টা করছেন সে ব্যাপারে সরকারকে সতর্ক থাকতে হবে।
তিনি আরও বলেন “এই দেশে যারা গণতন্ত্রকে হত্যা করেছিল, তার সেই গণ্ডি হচ্ছে শেখ মুজিব। ৭২ আর ৭৫ এর কথা স্মরণ করলে দেখবেন শেখ মুজিব গণতন্ত্রের স্বাধীনতার কথা বলে তিন বছরে বাকশাল গঠন করেছিলেন, রক্ষী বাহিনী গঠন করেছিলেন, চল্লিশ হাজার নেতাকর্মীদের হত্যা করেছিলেন। ১৬ বছরে তার কন্যা শেখ হাসিনা হাজার হাজার মানুষকে হত্যা করেছিল শুধুমাত্র ক্ষমতায় থাকার জন্য। এই পরিবার খুনি, হত্যাকারী, লুটপাটকারী তাদের বিচার দৃশ্যমান হতে হবে। এই খুনিদের কোনভাবেই পুনর্বাসন করা যাবে না। এই খুনিরা যতক্ষণ থাকবে পার্শ্ববর্তী একটা দেশ বাংলাদেশকে বিপন্ন করবে। এই দেশ গত ৫৪ বছর ধরে আমাদের দেশটাকে শোষণ করে যাচ্ছে। তারা বিগত নির্বাচনে কোন কথা বলেনি, নির্বাচনের মত নির্বাচন হয়নি এইসব ষড়যন্ত্র রুখতে হলে ঐক্যবদ্ধ থাকতে হবে।”
মন্তব্য করুন