logo
  • শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ৩ কার্তিক ১৪৩২

সরকার জুলাইযোদ্ধাদের প্রতি সুবিচার করতে পারেনি, তাই তারা আবার রাজপথে: জামায়াত আমির

অনলাইন ডেস্ক

  ১৮ অক্টোবর ২০২৫, ০০:২২
ছবি: সংগৃহীত

সরকার জুলাইযোদ্ধাদের প্রতি সুবিচার করতে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, “সরকার জুলাইযোদ্ধাদের প্রতি ন্যায্য আচরণ করতে পারেনি, তাই তাদের আবার রাজপথে নামতে হচ্ছে।”

শুক্রবার রাজধানীর সেনপাড়া পর্বতা ঈদগাহ মাঠে শ্রমিক সমাবেশে বক্তৃতা করতে গিয়ে তিনি জুলাই সনদকে সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার দাবি জানান।

ডা. শফিকুর রহমান বলেন, “জুলাই সনদের ভিত্তিতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেয়নি। তাদের আচরণ লজ্জাজনক ও দুঃখজনক।”

তিনি আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়ে সতর্ক করে বলেন, “এই বিষয়ে সরকার যদি টালবাহানা করে, জনগণ তা কোনোভাবেই মেনে নেবে না।”

জামায়াত আমির আরও জানান, “জুলাই অভ্যুত্থানে শহীদ হওয়া এক হাজার যোদ্ধার তালিকা আমাদের কাছে আছে, যার মধ্যে প্রায় ৬০ শতাংশ শ্রমিক শ্রেণির মানুষ। দেশের সংকটকালে শ্রমিক সমাজ সবসময় ন্যায় ও গণতন্ত্র প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা রেখেছে।”

তিনি বলেন, “ফ্যাসিবাদের পতনের পর জনগণের মনে যে আশাবাদ জেগেছিল, তা পূরণে অন্তর্বর্তী সরকার ব্যর্থ হয়েছে। দুর্নীতি ও অনিয়ম এখনো রয়ে গেছে, এবং জনগণ প্রত্যাশিত শান্তি ও নিরাপত্তা পাচ্ছে না।”

সমাবেশে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর জামায়াতের নায়েবে আমির আব্দুর রহমান মুসা, উত্তর আমির মোহাম্মদ সেলিম উদ্দিন এবং বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহসভাপতি লস্কর মোহাম্মদ তসলিম প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আরও পড়ুন
 জুলাই সনদকে গণপ্রতারণা আখ্যা দিল এনসিপি
অন্তর্বর্তী সরকারের ১৩ মাসে রাজনৈতিক সহিংসতায় নিহত ১৬০ জন, আহত ৮ হাজারের বেশি
শুক্রবার সই হচ্ছে ‘জুলাই সনদ’: নতুন রাজনৈতিক সমঝোতার দলিল
রাজনীতি বুঝি না, আমি শুধু অভিনেতা: চঞ্চল চৌধুরী
12